Howrah News: উদয়নারায়ণপুরে বন্যা পরিস্থিতির অবনতি, প্লাবিত হতে পারে আরও এলাকা
Howrah Flood Situation: গৃহহীনদের ফ্ল্যাড সেন্টারে নিয়ে আসা হয়েছে প্রশাসনের তরফে। উদ্ধার কার্যে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
সুনীত হালদার, হাওড়া: পুজোর মুখে হাওড়ার উদয়নারায়ণপুরে ভয়াবহ বন্যা পরিস্থিতি। সেই পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ইতিমধ্যেই ১০টি গ্রাম পঞ্চায়েত এলাকার ১১২টি গ্রাম প্লাবিত হয়েছে। নতুন করে একাধিক এলাকা প্লাবিত হতে পারে এমন আশঙ্কা রয়েছে। বন্যা পরিস্থিতির জেরে প্রায় ৪০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
গৃহহীনদের ফ্ল্যাড সেন্টারে নিয়ে আসা হয়েছে প্রশাসনের তরফে। উদ্ধার কার্যে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। দু'হাজারের বেশি মানুষকে উদয়নারায়ণপুরের ফ্লাড সেন্টারে নিয়ে আসা হয়েছে।
এক নাগাড়ে বৃষ্টি ও ডিভিসি-র ছাড়া জলে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। নিম্নচাপের জেরে গত কয়েকদিন ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টি হয়েছে। তার জেরে মাইথন ও পাঞ্চেত জলধার থেকে DVC-র ছাড়া জলে প্লাবিত বাংলার সাত জেলার বিস্তীর্ণ এলাকা।
এদিকে, ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ কমাচ্ছে দুর্গাপুর ব্যারাজ। গতকাল রাত ১২টা থেকে ১ লক্ষ ৫০ হাজার ৭০০ কিউসেক জল ছাড়া শুরু হয়। আজ ভোর ৫টা থেকে জল ছাড়ার পরিমাণ কমিয়ে করা হয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ৬৭৫ কিউসেক। গত দু’দিন বৃষ্টি হয়নি। এর ফলে জল ছাড়ার পরিমাণ কমিয়েছে ডিভিসি. গতকাল রাত ১২টা থেকে ১ লক্ষ ২০ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে। ফলে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকেও জল ছাড়ার পরিমাণ কমেছে। বৃষ্টি না হলে, জল ছাড়ার পরিমাণ ধীরে ধীরে আরও কমানো হবে বলে ডিভিসি জানিয়েছে।
আরও পড়ুন, সেমিনার হলের উল্টোদিকের ঘরে ছিলেন এক রোগিণী! সেদিন রাতে কী দেখেছিলেন?
অন্যদিকে, প্রবল বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে হাওড়া, হুগলি, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, বাঁকুড়া ও বীরভূমে বন্যা পরিস্থিতি। লাভপুরে প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়ে স্পিডবোট উল্টে পড়ে গেলেন বীরভূমের জেলাশাসক এবং তৃণমূলের তিন সাংসদ-বিধায়ক। পুরশুড়া ও ঘাটালে পরিস্থিতি খতিয়ে দেখার ম্যান মেড বন্যার অভিযোগে সরব হন মুখ্যমন্ত্রী। পাল্টা তাঁকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে