HS Result 2025: একই নম্বর পেয়ে মেধাতালিকায় একই স্থানে, নজরকাড়া ফল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যমজ দুই ভাইয়ের
South 24 Parganas: মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও মেধা তালিকায় জায়গা করে নিল যমজ দুই ভাই। বাঁকুড়ার বাসিন্দা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র অনীশ ও অনীক বারুই।

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: শেষ বার্ষিক উচ্চ মাধ্যমিকে (HS Result 2025) গ্রামীণ পড়ুয়াদের দাপট মেধাতালিকায়। সেই মেধাতালিকাতেই জায়গা করে নিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের দুই ছাত্র। যাঁরা যমজ দুই। মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও নজরকাড়া ফল তাঁদের। ৪৮৯ নম্বর পেয়ে নবম স্থানে রয়েছেন তাঁরা।
নজরকাড়া ফল যমজ দুই ভাইয়ের মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও মেধা তালিকায় জায়গা করে নিল যমজ দুই ভাই। বাঁকুড়ার বাসিন্দা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র অনীশ ও অনীক বারুই। এর আগে ২০২৩ সালের মাধ্যমিকে চতুর্থ ও ষষ্ঠ স্থানে ছিলেন তাঁরা। উচ্চ মাধ্যমিকের সম্ভাব্য মেধা তালিকায় দুজনেই নবম স্থানে রয়েছেন। দুজনেরই প্রাপ্ত নম্বর ৪৮৯। এছাড়াও উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় থেকে রয়েছে অদ্রিচ গুপ্ত এবং রফিত রানা লস্কর। দুজনেই ৪৯০ পেয়ে অষ্টম স্থানে রয়েছে। অদ্রিচ ও রফিতও নরেন্দ্রপুর থেকে মাধ্যমিকের মেধাতালিকায় ছিল।
এদিন প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক ২০২৫-র ফলাফল। পরীক্ষা শেষ হওয়ার ৫০ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল। গত ৩ মার্চ শুরু হয়েছিল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, শেষ হয় ১৮ মার্চ। সংসদের তরফে সাংবাদিক বৈঠকে সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ১০ বছরের মধ্যে এবারের রেজাল্ট সব থেকে ভাল রেজাল্ট। প্রথম ১০ জনের মধ্যে রয়েছে ৭২ জন। উচ্চ মাধ্যমিকে পাসের হার ৯০.৭৯%, গতবারের থেকে বেশি। তবে উচ্চ মাধ্যমিকে সার্বিক ভাবে পাশের হারে এগিয়ে ছাত্রেরা। তাঁদের পাশের হার ৯২ শতাংশের বেশি। মেয়েদের মধ্যে পাশের হার ৮৮ শতাংশের কিছু বেশি। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৯.৪৬%। যা গতবারের থেকে বেশি। বাণিজ্য বিভাগে ৯৭.৫২ শতাংশ। কলা বিভাগে ৮৮.২৫ শতাংশ।
ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও ফল জানা যাচ্ছে এবিপি আনন্দের ওয়েবসাইটে। অন্যান্য বছরের মতো এবারও wb12.abplive.com-এ লগ ইন করে পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল জানতে পারবেন। wb12.abplive.com-এ ফল দেখার জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে যেতে হবে। সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে সার্চ করলেই স্ক্রিনে ফুটে উঠবে রেজাল্ট। রাজ্যের ৫৫টি কেন্দ্র থেকে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষকে মার্কশিট ও শংসাপত্র বিলি করা হবে। ফল প্রকাশের পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার নিজের স্কুল থেকে মার্কশিট পাবেন ছাত্র-ছাত্রীরা।






















