Humayun Kabir: নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগ, আটক হুমায়ুন-পুত্র, জামিন অযোগ্য ধারায় মামলা রুজুর পরেও ছাড়া হল তাঁকে
Humayun Kabir News: রবিবার সকালে হুমায়ুন কবীরের নিরাপত্তারক্ষী, কনস্টেবল জুম্মা খান অভিযোগ জানিয়েছেন, তিনি ছুটি চাইতে গেলে তাঁকে বেধড়ক মারধর করেন হুমায়ুন কবীরের ছেলে রবিন।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগ, আটক করার পর ছেড়ে দেওয়া হল হুমায়ুন-পুত্রকে। ৮ ঘণ্টা পর শক্তিপুর থানা থেকে বেরোলেন বিধায়ক-পুত্র। গোলাম নবি আজাদ ওরফে রবিনকে ৮ ঘণ্টা পর ছেড়ে দিল পুলিশ। জামিন অযোগ্য ধারায় মামলা রুজুর পর ছেড়ে দেওয়া হল হুমায়ুন-পুত্রকে। সরকারি কর্মীকে মারধর, কাজে বাধা-সহ একাধিক ধারায় মামলা রুজু। হুমায়ুন ও তাঁর ছেলের বিরুদ্ধে মামলা রুজু পুলিশের। নিরাপত্তারক্ষী কনস্টেবলকে মারধরের অভিযোগে জামিন অযোধ্য ধারায় মামলা। অভিযোগ উঠেছে, হুমায়ুন কবীরের পার্সোনাল সিকিউরিটি অফিসার বা PSO, কনস্টেবল জুম্মা খানকে বেধড়ক মারধর করেন বিধায়ক-পুত্র ও তৃণমূল নেতা গোলাম নবি আজাদ। যদিও এই দাবি উড়িয়ে পাল্টা নিরাপত্তারক্ষীর বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন সাসপেন্ডেড তৃণমূল নেতা। নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ হুমায়ুনের। দুর্ব্যবহার করায় নিরাপত্তারক্ষীকে বের করে দেয় ছেলে, দাবি হুমায়ুনের।
রবিবার সকালে হুমায়ুন কবীরের নিরাপত্তারক্ষী, কনস্টেবল জুম্মা খান অভিযোগ জানিয়েছেন, তিনি ছুটি চাইতে গেলে তাঁকে বেধড়ক মারধর করেন হুমায়ুন কবীরের ছেলে রবিন। হুমায়ুন কবীরের অফিসের নীচের তলায় সকলের সামনে এই ঘটনা ঘটে। ছেলেকে আটক করার খবর পেয়ে তড়িঘড়ি শক্তিপুর থানায় আসেন হুমায়ুন কবীর। 'নিরাপত্তারক্ষী আমাকে মারতে এসেছিল, ছেলে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেয়', প্রতিবাদে বৃহস্পতিবার এসপি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি হুমায়ুনের। 'হুমায়ুন কবীরের PSO কনস্টেবল শক্তিপুর থানায় মারধরের অভিযোগ করেছেন'। 'হুমায়ুন কবীরের ছেলে রবিনের নামে অভিযোগ কনস্টেবল জুম্মা খানের'। 'হুমায়ুন কবীরের বাড়ির একতলায় সবার সামনে ঘটনাটি ঘটেছে'। 'অভিযোগ পেয়ে অনুসন্ধান করতে হুমায়ুনের বাড়িতে গেছিল পুলিশ'। 'ছুটি চেয়েছিলেন হুমায়ুন কবীরের নিরাপত্তারক্ষী, রাজি হননি বিধায়ক', হুমায়ুনের ছেলে এসে নিরাপত্তারক্ষীকে মারধর করেন, পুলিশ সূত্রে দাবি।
হুমায়ুন কবীরের নিরাপত্তায় মোতায়েন পুলিশের কনস্টেবলকে মারধরের অভিযোগ। আটক করা হয় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের ছেলেকে। বিধায়কের বাড়ির সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে সাইবার ক্রাইম সেল। হুমায়ুন কবীরের নিরাপত্তায় মোতায়েন পুলিশের কনস্টেবলকে মারধরের অভিযোগ। থানায় নিয়ে গিয়ে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হল হুমায়ুন কবীরের ছেলেকে। বিধায়কের বাড়ির সিসি ক্যামেরা ফুটেজ ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ভরতপুরের বিধায়কের বাড়ি থেকে পাওয়া DVR-সহ সিসি ক্যামেরার ফুটেজ ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে খবর। রবিবার সকালে রেজিনগরের শক্তিপুরে হুমায়ুন কবীরের বাড়িতে যায় পুলিশ। আটক করে থানায় নিয়ে যাওয়া হয়, বিধায়কের ছেলে গোলাম নবি আজাদকে। তিনি তৃণমূল পরিচালিত বেলডাঙা দু-নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ।






















