Sujan Chakraborty: "হিম্মত থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করুন'' মমতাকে চ্যালেঞ্জ সুজনের
Sujan Chakraborty On Mamata Banerjee: "হঠাৎ আজ বলতে হচ্ছে কেন? কারণ উনি ধরা পড়ে গিয়েছেন। আপনি অনেক কমিশন করেছেন, আরও কমিশন করুন।'' মন্তব্য সুজন চক্রবর্তীর
কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাম আমলের চাকরি বিক্রি অভিযোগ ইস্যুতে এবার চ্যালেঞ্জ ছুড়লেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। কমিশন করেও কোনও কিছু প্রমাণ করতে পারবেনা বলেও হুঁশিয়ারি দিলেন সিপিএম নেতা।
মমতাকে চ্যালেঞ্জ সুজনের: সুজন চক্রবর্তী বলেন, “চাকরি বিক্রি গল্পটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী থাকাকালীনই শোনা গেল। ৮, ৯ বা ১০ বছর আগেও তো বলেননি আপনিও। হঠাৎ আজ বলতে হচ্ছে কেন? কারণ উনি ধরা পড়ে গিয়েছেন। আপনি অনেক কমিশন করেছেন, আরও কমিশন করুন। সেই কমিশনের চেয়ারম্যান আপনি নিজেই হন। বা যাকে ইচ্ছে হয় করুন। কিন্তু নিজেদের অপরাধ ঢাকার জন্য চিরকূট বা চাকরি বিক্রি সংক্রান্ত মিথ্যে বলছেন। পারলে প্রমাণ করুন যা বলছেন। ২১ জুলাই কমিশনের রিপোর্টও বের করতে পারেননি। আর এক্ষেত্রে কমিশন থাকলেও কিছু করতে পারবেনা। চ্যালেঞ্জ করছি। হিম্মত থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করুন।’’
ঠিক কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? গতকাল একুশে জুলাইয়ের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “সিপিএমের আমলে চাকরি হয়েছিল? একটা চাকরিতে ১০ লক্ষ ১৫ লক্ষ টাকায় চাকরি বিক্রি করেছিল। সিপিএমের একটা কাগজ আছে। তার যত রিপোর্টার আছে, তাদের বউরা টিচারিতে চাকরি পেয়েছিল কীকরে? কোয়ালিটিতে পেয়েছিল? না নম্বরে পেয়েছিল? ছেলেরা পার্টি করবে, আর বউরা চাকরি করবে। এই নিয়ে হয়েছিল। আমাকে শেখাবেন না। আমি ওদের জানি। সিপিএমের বিকাশবাবু চাকরির জন্য সাধু পুরুষ, ভাজা মাছ উল্টে খেতে জানে না। আপনার আমলে কাদের কাদের বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন? অরিজিনাল যোগ্য ছিল? সেই ফাইলটা একটু দেখবেন? না আমি দেখাব? শুধু বলেছিলাম, বদলা নয়, বদল চাই।’’
একইসঙ্গে বিকাশরঞ্জন ভট্টাচার্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পাল্টা জবাব দেন সুজন চক্রবর্তী। তিনি বলেন, “হঠাৎ বিকাশরঞ্জন ভট্টাচার্যের নাম করে কী একটা বলতে শুরু করলেন। মুখ্যমন্ত্রীকে সবিনয় জানাতে চাই, তাঁর হিসেব অনুযায়ী তাঁর দুটো জন্মতারিখ। সেটার জন্য নিশ্চয়ই বাম আমল বা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দায়ী করবেন না। দুটো জন্মতারিখ ওঁর, সেটা ওঁর হিসেবেই আছে। তার জন্য দায়ী কে? সরকার ১১ বছর ধরে চালাচ্ছেন। ফাইল নিয়ে তো ঘুরছিলেন। তা নিয়ে তো ১১ বছর ধরে কিছু বের করতে পারলেন না। আজ হঠাৎ মনে পড়ল বার্থ সার্টিফিকেট। সঙ্গে যেন ওঁর দুটো জন্মতারিখের কমিশনটা করে ফেলতে পারেন।’’