(Source: ECI/ABP News/ABP Majha)
Weather Update: আগামী সাত দিন কেমন থাকবে কলকাতা ও সংলগ্ন এলাকার পরিস্থিতি! কী জানাল আবহাওয়া দফতর
Weather Update: শনিবার আবহাওয়া দফতরের তরফ থেকে টুইট করে জানিয়ে দেওয়া হল সাতদিন কেমন থাকবে কলকাতা ও তার সংলগ্ন দমদম, হাওড়া ও সল্টলেকের আবহাওয়া।
কলকাতা: আবহাওয়া দফতরের (IMD) তরফে কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলেও এখন সেভাবে তার দেখা মেলেনি। উলটে গরমে হাঁসফাঁস করছে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলির মানুষ। পরিস্থিতি (Weather Update) দেখে মনে হচ্ছে বাঙালির নববর্ষও শুরু হবে সূর্যদেবের তীব্র দাবদাহের মধ্যে।
এই পরিস্থিতিতে শনিবার আবহাওয়া দফতরের তরফ থেকে টুইট করে জানিয়ে দেওয়া হল সাতদিন কেমন থাকবে কলকাতা ও তার সংলগ্ন দমদম, হাওড়া ও সল্টলেকের আবহাওয়া।
7 Day's weather forecast for #Capital City pic.twitter.com/UFgD1fXtZy
— IMD Kolkata (@ImdKolkata) April 13, 2024
সংস্থার টুইট থেকে জানা গেছে, আজ অর্থাৎ শনিবার ১৩ এপ্রিল কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিন্ম তাপমাত্রা হবে ২৭ ডিগ্রি। ১৪ এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখ মানে রবিবারও কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার কথা। সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি ও সর্বনিন্ম ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। সোমবার আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি বজ্র-বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার রাজধানীতে তবে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি ও সর্বনিন্ম ২৮ ডিগ্রি থাকার কথা। মঙ্গলবার অর্থাৎ ১৮ এপ্রিলও আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি বজ্র-বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি ও সর্বনিন্ম তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি। বুধবারও আকাশ আংশিকভাবে মেঘলা থাকার পাশাপাশি ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। ওই দিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি ও সর্বনিন্ম থাকবে২৮ ডিগ্রি। বৃহস্পতিবার কলকাতার আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে বলে জানানো হয়ে আবহাওয়া দফতরের তরফে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা ৩৯ ডিগ্রি ও সর্বনিন্ম ২৭ ডিগ্রি। আর শুক্রবার আকাশ পরিষ্কার থাকার কথা কলকাতায়। ওইদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৯ ডিগ্রি ও সর্বনিন্ম ২৭ ডিগ্রি।
কলকাতার পার্শ্ববর্তী দমদমের আকাশ শনিবার অর্থাৎ ১৩ তারিখ আংশিক মেঘলা থাকার কথা। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ শতাংশ ও সর্বনিন্ম তাপমাত্রা থাকার কথা ২৬ শতাংশ। একই পরিস্থিতি থাকার কথা পয়লা বৈশাখ অর্থাৎ রবিবার। ওইদিন আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিন্ম ২৭ ডিগ্রি। শনি ও রবিবারের মতো দমদমের আকাশ আংশিক মেঘলা থাকবে সোমবারও। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি ও সর্বনিন্ম ২৭ শতাংশ। তবে মঙ্গলবার আকাশ পুরো পরিষ্কার থাকার কথা দমদমে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ও সর্বনিন্ম ২৮ ডিগ্রি থাকার কথা। বুধবার আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি কিছু জায়গায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ও সর্বনিন্ম ২৮ ডিগ্রি থাকার কথা। বৃহস্পতিবার সাধারণত পরিষ্কারই থাকবে দমদমের আকাশ। সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ও সর্বনিন্ম ২৭ ডিগ্রি থাকার কথা। আর শুক্রবারও আকাশ থাকবে পরিষ্কার। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৯ ডিগ্রি ও সর্বনিন্ম ২৭।
হাওড়ায় শনিবার আকাশ ছিল আংশিক মেঘলা। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি। রবিবার আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ও সর্বনিন্ম ২৭ ডিগ্রি। আকাশের একই হাল থাকার কথা সোমবারও। তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৭ ও সর্বনিন্ম ২৮ ডিগ্রি। মঙ্গলবার আকাশ মেঘলা থাকার পাশাপাশি কয়েকটি জায়গায় বজ্র-বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হওয়ার কথা। বুধবারও একই রকমের পরিস্থিতি থাকার কথা। সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ও সর্বনিন্ম ২৭ ডিগ্রি। বৃহস্পতিবার মূলত আকাশ থাকবে পরিষ্কার আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ও সর্বনিন্ম ২৭ ডিগ্রি। শুক্রবারও আকাশ থাকবে পরিষ্কার। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ও সর্বনিন্ম ২৭ ডিগ্রি।
শনিবার সল্টলেকে আকাশ থাকবে আংশিক মেঘলা আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ও সর্বনিন্ম ২৬ ডিগ্রি। রবিবারও এখানে আকাশ থাকবে আংশিক মেঘলা। সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি ও সর্বনিন্ম ২৭। সোমবারও আকাশের হাল থাকবে একই। সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ও সর্বনিন্ম ২৮ ডিগ্রি। মঙ্গলবার সল্টলেকে আকাশ মূলত পরিষ্কার থাকার কথা। বুধবার কিছু জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি কয়েকটি জায়গায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওইদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা ৩৮ ডিগ্রি ও সর্বনিন্ম ২৭। আর বৃহস্পতি ও শুক্রবার আকাশ পরিষ্কার থাকবে সল্টলেকে। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ও সর্বনিন্ম ২৭ ডিগ্রি এবং শুক্রবারও সর্বোচ্চ ও সর্বনিন্ম তাপমাত্রা একই থাকার কথা।
আরও পড়ুন: Howrah Division: হাওড়া শাখায় ট্রেন পরিষেবায় সময় বদল, কবে কোন শাখায় হচ্ছে পরিবর্তন ?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।