(Source: ECI/ABP News/ABP Majha)
Darjeeling Mail: স্বাধীনতা দিবসে পুরনো রুটে ফিরল দার্জিলিং মেল, শিয়ালদা থেকে গন্তব্য হলদিবাড়ি
সোমবার চালু হল হলদিবাড়ি থেকে শিয়ালদা দার্জিলিং মেল। স্বাধীনতার পর থেকে এই ট্রেনের রুট হয় নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদা। জলপাইগুড়ি টাউন স্টেশন বা হলদিবাড়ি যেত না এই ট্রেন।
রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: এতদিন নিউ জলপাইগুড়ি (NJP) থেকে শিয়ালদা (Sealdah) ছিল দার্জিলিং মেলের (Darjeeling Mail) রুট। আজ ফের পুরনো রুটে ফিরল ট্রেন। পূর্ব রেল সূত্রে খবর, আজ থেকে শিয়ালদা থেকে কোচবিহারের হলদিবাড়ির (Haldibari) মধ্যে এই ট্রেন চলাচল করবে। জলপাইগুড়ি টাউন স্টেশনে বহু বছর পর দার্জিলিং মেলকে স্বাগত জানান প্রবীণ বাসিন্দারা।
স্বাধীনতার ৭৫ বছরে পুরনো রুটে ফিরল দার্জিলিং মেল। তবে এখন আর এই ট্রেন বাংলাদেশ হয়ে যাতায়াত করবে না। সোমবার চালু হল হলদিবাড়ি থেকে শিয়ালদা দার্জিলিং মেল। স্বাধীনতার পর থেকে এই ট্রেনের রুট হয় নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদা। জলপাইগুড়ি টাউন স্টেশন বা হলদিবাড়ি যেত না এই ট্রেন।
এদিন জলপাইগুড়ি টাউন স্টেশনে ট্রেন এলে দেখতে ভিড় করেন অনেক প্রবীণ। াঁদের অনেকে হয়ে পড়েন আবেগপ্রবণ। স্বাধীনতার আগে, ১৯৪৬ সালে দার্জিলিং মেলের রুট ছিল নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে জলপাইগুড়ি টাউন স্টেশন, কোচবিহারের হলদিবাড়ি হয়ে বাংলাদেশের রংপুর। তারপর সেখান থেকে শিয়ালদা।
স্বাধীনতার পর দার্জিলিং মেল আর বাংলাদেশ বা তত্কালীন পূর্ব পাকিস্তানে যেত না। তখন বদল হল ব্যবস্থা। হলদিবাড়ি থেকে ২টি কোচ লোকাল ট্রেনের সঙ্গে এনে নিউ জলপাইগুড়িতে দার্জিলিং মেলের সঙ্গে জুড়ে দেওয়া হত। মাঝখানে সেই দুই কোচ ছুঁয়ে আসত জলপাইগুড়ি টাউন স্টেশন।
২০১৯-এ হলদিবাড়ি থেকে ২টি কোচ আনাও বন্ধ করে দেয় পূর্ব রেল। এদিন স্বাধীনতার ৭৫ বছরে সেই ট্রেন শিয়ালদা থেকে ছেড়ে জলপাইগুড়ি টাউন স্টেশন হয়ে পৌঁছোল হলদিবাড়ি। প্রবীণদের স্মৃতিচারণায় উঠে এল পুরনো সেই ট্রেনের কথা।
জলপাইগুড়ির স্থানীয় এক স্থানীয় বাসিন্দার কথায়, ট্রেনটাকে দেখতে এসেছি। আমাদের রক্তের সহ্গে মিশে আছে। একটা ট্রেনই তখন চলত। ১৯৪৬ সালে বাবা মার সহ্গে রংপুর হয়ে সিয়ালদা যেতাম। দেশভাগের সময় এই রুটে ট্রেন বন্ধ হয়ে যায়। এই ট্রেন ফের চালু হল। জীবনের সেষে আনন্দ নিয়ে যেতে পারব।চাইব ফের বাংলাদেশ হয়ে শিয়ালদা যাক।
জলপাইগুড়ির স্থানীয় বাসিন্দা জিতেন্দ্রনাথ রায় বলছেন, অনেকদিন পর এখান দিয়ে ট্রেনটা যাচ্ছে। তা দেখতেই এসেছি। আগে মিটারগেজ লাইন ছিল। কলকাতা যেতাম, ৬-থেকে ৭ ঘণ্টা সময় লাগত। অনেক সময় ফিরেও আসতাম। ৭৫ বছরের স্বাধীনতা দিবসে এটা আমাদের প্রাপ্তি।
দার্জিলিং মেল পুরনো রুটে ফেরায় খুশি যাত্রীরাও। এক যাত্রীর কথায়, আমার অনেক দিনের স্বপ্ন ছিল। তা সফল হল আজ । এরপর এই লাইনে শতাব্দীও চলবে। মাঝে ২টো কোচ দিয়েছিল, তা তুলে নেয় রেল।
পূর্ব রেল সূত্রে খবর, রবিবার রাত ১০টা ৫ নাগাদ সিয়ালদা থেকে ছাড়ে দার্জিলিং মেল। সোমবার সকাল ১০টায় পৌঁছোয় জলপাইগুড়ি টাউন স্টেশনে। এদিন সকাল ১০টা ২০-তে পৌঁছোয় হলদিবাড়ি স্টেশনে।