Mohammed Salim: প্রকাশ্য মঞ্চে RSP-ফরওয়ার্ড ব্লককে নিশানা সেলিমের, বামফ্রন্টের অন্দরে ফাটল ঘিরে জল্পনা
Malda News: পঞ্চায়েত ভোটের আগে সেলিমের মন্তব্যকে ঘিরে ফের বামফ্রন্টের অভ্যন্তরে ফাটলের জল্পনা তৈরি হয়েছে। জবাব দিয়েছে আরএসপি এবং ফরওয়ার্ড ব্লক।
করুণাময় সিংহ, রাজীব চৌধুরী ও সৌরভ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: মালদার (Malda News)) জনসভা থেকে RSP ও ফরওয়ার্ড ব্লককে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সিপিএম-এর (CPM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Salim)। পঞ্চায়েত ভোটের আগে যাকে কেন্দ্র করে ফের বামফ্রন্টের অভ্যন্তরে ফাটলের জল্পনা তৈরি হয়েছে। জবাব দিয়েছে আরএসপি এবং ফরওয়ার্ড ব্লক।
আরএসপি এবং ফরওয়ার্ড ব্লক সম্পর্কে বিস্ফোরক সেলিম
মালদার জনসভায় সেলিমকে বলতে শোনা যায়, "আমি আমার বামফ্রন্টের RSP, ফরওয়ার্ডব্লকের নেতাদেরও বলি, সিপিএমের বিরোধিতা করতে গিয়ে কী করলেন দেখেছেন! আজকে ফরওয়ার্ড ব্লকের লোক, আজকে আরএসপি-র লোক নিজের দল ছাড়ছে।" আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে যখন আবার লাল ফেরানোর বার্তা দিচ্ছেন সিপিএম নেতৃত্ব, তার মধ্যেই কি প্রকাশ্যে চলে এল বামফ্রন্টের ফাটল?
দ্রব্যমূল্য বৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে সোমবার, মালদার রতুয়ায় জনসভা করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সেখানেই তৃণমূল-বিজেপি-RSS’কে কড়া আক্রমণের পাশাপাশি, বামফ্রন্টের দুই দল RSP ও ফরওয়ার্ড ব্লক নিয়েও চাঞ্চল্যকর দাবি করেন সিপিএমের রাজ্য সম্পাদক।
আরও পড়ুন: TMC Updates: ফিরহাদের অভিষেক-স্তুতি! কটাক্ষপূর্ণ মন্তব্য মদনের, তৃণমূলে আলগা হচ্ছে শৃঙ্খলার রাশ!
সেলিমকে বলতে শোনা যায়, "শুধু তৃণমূল একা নয়, তৃণমূলের সঙ্গে বিজেপি, RSS, জামাত-এ-ইসলামি, জমিয়তে উলেমায় হিন্দ এমনকি কংগ্রেস, নকশাল, এসইউসিআই, পিডিএস, আরএসপি, ফরওয়ার্ডব্লকের মধ্যেও কিছু কিছু লোক, একদিকে বামফ্রন্ট আর ভিতরে ভিতরে তলায় তলায় মমতার সঙ্গে যোগ দিয়েছিলেন। পর্দার পিছনে কী বলেছিল! লাল হঠাও দেশ বাঁচাও। লাল হঠল কিন্তু দেশ বাঁচল না।"
সেলিমের মন্তব্যে বামফ্রন্টে ফাটলের ইঙ্গিত!
সেলিমের এই মন্তব্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে। আরএসপি-র কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য প্রমথেশ মুখোপাধ্যায়ের কথায়, "মহম্মদ সেলিমের এই মন্তব্য বামফ্রন্টের পক্ষে ক্ষতিকারক।" ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় জানান, পুরো বিষয়টি জেনে তবেই এর উত্তর দিতে পারবেন তিনি যে, কেন তিনি (মহম্মদ সেলিম) এই মন্তব্য করলেন।
পঞ্চায়েত নির্বাচনের আগে সম্প্রতি বামফ্রন্টকে ঐক্যবদ্ধ করতে তৎপরতা শুরু হয় দলের সিপিএম-এর অন্দরে। সময়ের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানুষজনকে কাছে টানার কথা বলা হয়। খোদ সেলিম তার পক্ষে সওয়াল করেছিলেন। জানিয়েছিলেন, তাঁদের কর্মসূচিতে মানুষের ঢল নামছে। অতীতে যাঁদের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তাঁদের সঙ্গে ফের যোগাযোগ স্থাপন করবে তাঁরা। যাঁরা শত্রুপক্ষে যোগ দেননি, শিরদাঁড়া বিক্রি করেননি, তাঁদের কাছে যাবেন বলে জানান। কিন্তু শরিক শিবিরকে নিয়ে তাঁর মন্তব্যে প্রমাদ গুনছেন অনেকেই।