Suvendu Adhikari: 'বেইমান মুকুল-শুভেন্দু..', আক্রমণের পরেও ছেলে শুভ্রাংশু বললেন, 'অভিষেক বাবাকে খুব শ্রদ্ধা করে..' !
Suvendu On Abhishek: দলের সাথে বেইমানি করেছিল মুকুল-শুভেন্দু , কী বললেন বিরোধী দলনেতা ?

শিবাশিস মৌলিক ও সমীরণ পাল, কলকাতা: শুভেন্দু অধিকারীর সঙ্গে এক বন্ধনীতে ফেলে, হাসপাতালে চিকিৎসাধীন মুকুল রায়কেও 'বেইমান' বলে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তার কড়া নিন্দা করে পাল্টা জবাব দিলেন শুভেন্দু অধিকারী। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মুকুল রায়ের নাম করে আক্রমণ করেছিলেন, তখন নেতাজি ইন্ডোরের সভায় হাজির ছিলেন, মুকুল-পুত্র শুভ্রাংশুও। যদিও তিনি এনিয়ে মুখ খুলতে চাননি।
তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বিগত দিনে যারা দলের সাথে বেইমানি করেছিল, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম। একজন ২০২০ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। আরেকজন এখন রাজনীতি থেকেই শতহস্ত দূরে। সঙ্কটজনক অবস্থায় বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি। সেই মুকুল রায়কে শুভেন্দু অধিকারীর সঙ্গে এক লাইনে ফেলে বেইমান বলে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আর চিকিৎসাধীন মুকুল রায়ের হয়ে এবার পাল্টা অভিষেককে জবাব দিলেন শুভেনদু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, মনুষ্যত্ব থাকলে এই ধরনের কথা বলে না। লোকটা হাসপাতালে ভর্তি তাঁকে নিয়ে কেউ একথা বলে। আর উনি আমাদের চিহ্নিত করেছেন? টার্গেট করেছেন। মুকুল রায় যখন সর্বস্ব খুইয়েছেন বিজয় বর্গী ও বিজেপি তাকে আশ্রয় দিয়েছিল। ঠিক যেমনটা অটলবিহারি বাজপেয়ী মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস থেকে তাড়িয়ে দেওয়ার পর আশ্রয় দিয়েছিলেন।
ইঙ্গিতপূর্ণ বিষয় হল, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মুকুল রায়ের নাম করে আক্রমণ করছেন, তখন ফেসবুকে নেতাজি ইন্ডোরের কর্মিসভার এই ছবি পোস্ট করেন বিজেপি নেতা কৌস্তভ বাগচী। ছবিতে দেখা যাচ্ছে তৃণমূলের সভায় উপস্থিত মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়। সোশাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে লিখেছেন কৌস্তভ লিখেছেন বেটা হোতো অ্য়ায়সা। নেতাজি ইনডোর স্টেডিয়ামে আজ তৃণমূলের সভায় বাবা মুকুল রায়কে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বেইমান বলায় আপ্লুত শ্রুভ্রাংশু রায়। তুললেন হাসি মুখে ছবি।
যদিও, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় তাঁর বাবাকে আক্রমণ করলেও এ নিয়ে মুখ খুলতে নারাজ মুকুল পুত্র শুভ্রাংশু রায়। তৃণমূল নেতা শুভ্রাংশু রায়, এটা দলের অভ্যন্তরীণ বিষয়। অভিষেক বাবাকে খুব শ্রদ্ধা করে। এটা ওদের নিজেদের ব্যাপার। আমি কিছু বলতে চাই না। ২০১৭ সালে বিজেপিতে যোগ দেন মুকুল রায়। পরে আবার একুশের বিধানসভা ভোটে রাজ্যে বিজেপির ভরাডুবির পর একদিন আচমকাই তৃণমূল ভবনে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দলের উত্তরীয় পরেন। পরবর্তী কালে আবার নিজেকে বিজেপির সদস্য বদলে দাবি করেন মুকুল। খাতায় কলমে তিনি এখনও কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক।
আরও পড়ুন, ছাব্বিশের আগে বিজেপির কড়া নজর কোথায় ? কোন দূর্গ রক্ষার প্রস্তুতি নিতে চাইছে তৃণমূলও?
সেই মুকুল রায়কেই এবার বেইমান বলে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, একসময় বঙ্গ রাজনীতির চাণক্য বলা হত মুকুল রায়কে, সেই তিনিই দীর্ঘদিন রাজনীতির বাইরে। অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের বেইমান-মন্তব্য ঘিরে ফের চর্চায় উঠে এলেন মুকুল রায়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
