Weather Update : ফেব্রুয়ারিতেই ছুটছে ঘাম, এবার প্রবল যাতনা দেবে গ্রীষ্ম, আগাম সতর্কতা IMD-র
Summer 2025 Forecast : চলতি মাসে দেশের বেশিরভাগ অংশে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা এই মাসে গড়ের চেয়ে বেশি থাকবে।

নয়াদিল্লি : সরস্বতী পুজোতেই গরম টের পেয়েছে বাঙালি। ফেব্রুয়ারি শুরু থেকেই পাখা চলেছে বহু বাড়িতে। এই অবস্থা শুধু পশ্চিমবঙ্গে নয়। ভারতের দক্ষিণের রাজ্যগুলিতেও একই পরিস্থিতি। আবহাওয়া দফতর জানাচ্ছে, এ বছরে যেমন শীতের সুখ দীর্ঘস্থায়ী হবে না।বরং দরজায় দাঁড়িয়ে প্রবল গরম। আর এ বছর যে গরম বেশ যাতনা দেবে তা টের পেয়েছে বহু রাজ্য। এখন থেকেই আবহাওয়া দফতর জানাচ্ছে, এ বছর দেশে জানুয়ারিতে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা ছিল। কনকনে ঠান্ডার সুখ পায়নি অনেক রাজ্যই। আর এবার ফেব্রুয়ারিও মোটের উপর গরমই। অর্থাৎ ভারতে গড় তাপমাত্রার চেয়ে বেশি তাপমাত্রা থাকবে ফেব্রুয়ারি জুড়েই। আবহাওয়া দফতরের আশঙ্কা গম, ব়্যাপসিড এবং ছোলার মতো শীতকালীন ফসলের জন্য যা যথেষ্টই অপকারী।
ভারতীয় আবহাওয়া বিভাগের (আইএমডি) কর্ণধার মৃত্যুঞ্জয় মহাপাত্র একটি জানান, চলতি মাসে দেশের বেশিরভাগ অংশে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা এই মাসে গড়ের চেয়ে বেশি থাকবে। বিশেষ করে উত্তরাঞ্চলীয় রাজ্যগুলিতে যেখানে গম এবং রাইস বীজ চাষ করা হয়, সেখানে রীতিমতো ভোগাবে উষ্ণ-শীতকাল।
এদিকে ক্যালেন্ডারে শীতকাল কাটতে না কাটতেই দরজায় কড়া নাড়ছে শীত।বসন্তের অফিসিয়াল প্রবেশের আগেই কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বসন্তকালের অনুভূতি। বেলা বাড়লে ঘামও ঝরছে। এই পরিস্থিতিতে আবহাওয়া দফতরের পূর্বাভাস শীতের বিদায়পর্ব শুরু হয়ে যাবে শিগগিরিই। গরমকাল আনুষ্ঠানিকভাবে এল বলে।
এরই মধ্যে তীব্র গরমের জ্বালা তেলঙ্গানায়। আসন্ন গ্রীষ্মের দহনজ্বালা টের পাওয়া যাচ্ছে এখন থেকেই। এপ্রিলের প্রথমার্ধ থেকেই তীব্র হতে পারে গরম। হায়দরাবাদ এবং তেলঙ্গানা রাজ্য জুড়ে মানুষ তাপপ্রবাহের সম্মুখীন হতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর। পূর্বাভাসে ইঙ্গিত, ২০২৫ এর গ্রীষ্ম বেশ তীব্র হবে। ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিলে গরম অন্যান্য বছরের তুলনায় বেশি থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে করা হচ্ছে।
অন্যদিকে বেঙ্গালুরুতে ফেব্রুয়ারি মাসে সর্বোচ্চ তাপমাত্রা ২৫-২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে। মোটামুটি আরামদায়ক শীতল আবহাওয়া বজায় থাকে। তবে এই শহরেও তাপমাত্রা ইতিমধ্যেই ৩০ ডিগ্রির সীমা অতিক্রম করেছে। আইএমডি আবহবিদরা মনে করছেন, এবার গ্রীষ্মকাল স্বাভাবিক সময়ের চেয়ে আগে আসতে পারে। সাধারণত, বেঙ্গালুরুতে মার্চের শুরুতে গ্রীষ্মকাল শুরু হয়, কিন্তু এই বছর, জানুয়ারির শেষের দিক থেকে তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে রীতিমতো গরম পড়ে যেতে পারে।






















