India Pakistan Ceasefire: পাকিস্তান থেকে দেশে ফিরলেন BSF জওয়ান, রিষড়ায় পূর্ণমের বাড়িতে শুভেন্দু, গাইলেন দেশাত্মবোধক গান, 'মোদি থাকলে সবই সম্ভব..'
Suvendu Visit BSF PK Sahu House: BSF জওয়ান পূর্ণম কুমার সাউয়ের বাড়িতে শুভেন্দু

কলকাতা: পাঞ্জাবের ফিরোজপুরে ভুল করে সীমান্তের ওপারে চলে গেছিলেন পিকে সাউ। তারপর চলেছে বহু টানাপোড়েন। এদিকে, স্বামীকে ফিরিয়ে আনতে রিষড়া থেকে পাঞ্জাব ও হিমাচলপ্রদেশে গিয়েছিলেন অন্তঃস্বত্তা স্ত্রী। যদিও ফিরতে হয় খালি হাতে। গত শনিবার যুদ্ধ বিরতি ঘোষণা করা হয়। অবশেষে ২২ দিন পর পাক রেঞ্জার্সের হাত থেকে মুক্তি পান রিষড়ার জওয়ান। এদিকে দেশে ফিরতেই এবার BSF জওয়ান পূর্ণম কুমার সাউয়ের বাড়িতে পৌঁছলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন, পাকিস্তানকে সমর্থনের জের, তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ স্থগিত JNU-
রিষড়ার ওই জওয়ানের বাড়িতে এখন চলেছে আনন্দ-উৎসব। 'সম্মান রেখেছে সিঁদুর', জানিয়েছেন পূর্ণমের স্ত্রী। তাঁর সিঁথিতে আর কপালজুড়ে সিঁদুর পরিয়ে দিয়েছেন বাড়ির সকলে। খুশির মুহূর্তে সামিল হয়েছেন স্থানীয়রাও। হাতে তালি দিয়ে, গাইছেন সকলে দেশাত্মবোধক গান, 'অ্যায় বতন তেরে লিয়ে..'। সেখানে সামিল হয়েছেন শুভেন্দু অধিকারীও। তিনি বলেন, 'মোদি থাকলে সবই সম্ভব।'
বাংলার BSF জওয়ান পূর্ণমকুমার সাউকে মুক্তি দিল পাকিস্তান। আজ পাঞ্জাবের আটারি-ওয়াঘা সীমান্তে, তাঁকে BSF-এর হাতে তুলে দেয় পাক রেঞ্জার্স। ভারত-পাক সংঘাতের মধ্যেই, গত তেইশে এপ্রিল ফিরোজপুরে বর্ডারে ডিউটি করার সময়, ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে চলে যান তিনি। তখনই তাঁকে আটক করে পাক রেঞ্জার্স। বারবার ফ্ল্যাগ মিটিংয়েও সুরাহা মিলছিল না। অবশেষে দুশ্চিন্তা কাটল পরিবারের। উৎকণ্ঠা কাটল দেশবাসীর।
দেশে ফিরলেন পূর্ণম। স্বস্তি ফিরল রিষড়ায় তাঁর পরিবার-পরিজনদের মধ্য়ে। বুধবার সকাল সাড়ে ১০ টা। পাঞ্জাবের আটারি-ওয়াঘা সীমান্তে পাক রেঞ্জার্সের তরফে তাঁকে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। BSF জওয়ান পূর্ণমকুমার সাউয়ের বাবা ভোলানাথ সাউ বলেন, 'অনেক ভাল লাগছে। আমরা খুব খুশি। সবাইকে ধন্যবাদ দেব, সবাই মিলে আমার ছেলেকে আনার জন্য।'
২০১৯ সালের ১ মার্চ ৬০ ঘণ্টা আটকে রাখার পর, এই সীমান্ত দিয়েই ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে দিতে বাধ্য় হয়েছিল পাকিস্তান। আর ২০২৫ সালে ২১ দিন পর,এখান দিয়েই বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে ছাড়ল পাকিস্তান। BSF জওয়ান পূর্ণমকুমার সাউয়ের স্ত্রী রজনী সাউ বলেন,মোদিজি আমার সিঁদুরও নিরাপদভাবে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। মুখ্য়মন্ত্রীকেও অনেক ধন্য়বাদ
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















