(Source: ECI/ABP News/ABP Majha)
Durga Puja 2023: চন্দ্রযানে চেপে আসবেন মা! দুর্গাপুজোয় পল্লীর যুবকবৃন্দের অভিনব ভাবনা
Durga Puja 2023 Special: গিমিক নয় । সত্যিই উড়ন্ত চন্দ্রযান দিয়ে পুজোর শুরু করছেন তাঁরা। আর এই চন্দ্রযান উড়বে আমাদের বাংলার এক বিজ্ঞানীর হাতেই।
কলকাতা: আবার উড়ছে চন্দ্রযান (Chandrayaan-3)! এবার কলকাতায় (Kolkata)। চন্দ্রযানে করেই পৃথিবীতে আসছে মা দুর্গা (Maa Durga)। দোরগোড়ায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব। তার আগেই তিলোত্তমাকে সারপ্রাইজ দিল কলকাতারই একটি পুজো উদ্যোক্তারা। এবার চন্দ্রযানে মা দুর্গাকে আনছেন পল্লীর যুবকবৃন্দ । (Durga Puja 2023)
গিমিক নয় । সত্যিই উড়ন্ত চন্দ্রযান দিয়ে পুজোর শুরু করছেন তাঁরা। আর এই চন্দ্রযান উড়বে আমাদের বাংলার এক বিজ্ঞানীর হাতেই। তিনি স্বয়ং উপস্থিত না থাকতে পারলেও ইসরোর চন্দ্রযান অভিযানে বাংলার বিজ্ঞানী ইনশা ইরাজের বাবা মহম্মদ কামালউদ্দিন চন্দ্রযান উড়িয়েই উদ্বোধন করলেন পল্লীর যুবক বৃন্দের পুজো। উল্লেখ্য, ইসরোর চন্দ্রযানে বিজ্ঞানী ইনশা ইরাজ ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
আলতো করে চন্দ্রযান ৩ চাঁদের দক্ষিণ মেরুর মাটি ছুঁল, তখন উচ্ছ্বাসে ফেটে পড়েছিল হাওড়ার শেখপাড়ার পরিবার। কারণ, তাঁদের ছেলেই যে কাজ করেছেন চন্দ্রযান ৩-এর টিমে। বাবা কামালউদ্দিন জানিয়েছিলেন মেধাবী ছেলের ছোটবেলার গল্পও। ২০১৭ সালের তিনি বিজ্ঞানী হিসাবে ইসরোতে যোগ দেন। তারপর থেকেই তিনি নাকি চন্দ্রযান সংক্রান্ত গবেষণার কাজে যুক্ত ছিলেন। এখন ইনশা ইরাজ থাকেন শ্রীহরিকোটায় সরকারি ফ্ল্যাটে। সারাদিন কাজকর্মে ব্যস্ত থাকেন ছেলে। তাও প্রায় প্রতিদিনই রাতের দিকে কথা হয় বাবা-মায়ের সঙ্গে।
তবে এবার পল্লীর যুবকবৃন্দের তরফে বলা হয়, এর মাধ্যমে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা চন্দ্রযান অভিযানের সাফল্যের প্রতি। শ্রদ্ধা বাংলার বিজ্ঞানীদের প্রতি যারা ইসরোর চন্দ্রযান অভিযানের টিমে ছিলেন। এর মধ্য দিয়ে আমরা এই বার্তা দিতে চাই যেমন চন্দ্রযান সবার আনন্দ ঠিক তেমনি দুর্গাপুজোও জাতি ধর্মনির্বশেষে সবারই আনন্দের উৎসব। চন্দ্রযানের সাফল্যের পর আমদের থিম নিয়ে নতুন করে চিন্তা ভাবনা শুরু হয়েছে। আমাদের থিম যান বাহন সম্পর্কিত। সেখানে যেমন পুরনো দিনের পালকি থাকতে পারে তেমনি থাকতে পারে চন্দ্রযানও।
আরও পড়ুন, দেবী প্রতিমার দিকে তাকিয়ে বিভোর বঙ্কিমচন্দ্র, ফিরে দেখা 'কমলাকান্তের' শারদ উৎসব