Sandeshkhali Violence: অগ্নিগর্ভ সন্দেশখালি, বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা
Internet Stop Sandeshkhali : চব্বিশের লোকসভা নির্বাচনের বছরে কোনও ঝুঁকি নিতে চায় না প্রশাসন, সন্দেশখালিতে বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা...
সমীরণ পাল, সন্দেশখালি,উত্তর ২৪ পরগনা: অগ্নিগর্ভ সন্দেশখালি, বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা। অতীতে বিজেপি নেত্রী নুপুর শর্মার (Nupur Sharma) বিতর্কিত মন্তব্যের জেরে এর আগে উত্তাল হয়েছিল দেশ। যার আঁচ এসে পড়েছিল পশ্চিমবঙ্গেও। অগ্নিগর্ভ হয়ে উঠেছিল হাওড়ার বিস্তীর্ণ এলাকা। দফায় দফায় জাতীয় ও রাজ্য সড়ক অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা চলেছিল। চলেছিল রেল অবরোধও। ওই পরিস্থিতিতে হাওড়া গ্রামীণ এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছিল প্রশাসন। যাতে গুজব না ছড়ায়, নতুন করে অশান্তি না বাধে সেকারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল, বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল নবান্ন।
বাইশ সালের মাঝামাঝির ঘটনা। তবে হিংসা এড়াতে ইন্টারনেট পরিষেবা অতীতে আরও একাধিক জায়গায় বন্ধ করা হয়েছিল এ রাজ্যে। রাজ্যের থেকে বাইরে বেরিয়ে তাঁকালে সেই তালিকায় প্রথমেই নাম আসে কাশ্মীর, মণিপুর-সহ আরও একাধিক জায়গা। তেইশ পেরিয়ে এবার চব্বিশের লোকসভা নির্বাচনের বছর। আর এহেন সময় কোনও ঝুঁকি নিতে চায় না প্রশাসন। অগ্নিগর্ভ সন্দেশখালি, তাই এবার সেখানেও বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা (Internet Service)। বিকেল ৪.১৫ থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় সেখানে।
সন্দেশখালির ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করল স্বেচ্ছাসেবী সংস্থা। কমিটিতে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি ও আইনজীবীরা। সন্দেশখালিতে মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে এই অভিযোগ পেয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে বলে ওই স্বেচ্ছাসেবী সংস্থা জানিয়েছে। আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি সন্দেশখালি পরিদর্শন করে রিপোর্ট তৈরি করবে এই কমিটি। এই রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠানো হবে বলে স্বেচ্ছাসেবী সংস্থার তরফে জানানো হয়েছে।
সন্ত্রস্ত সন্দেশখালিতে জ্বলছে প্রতিরোধের আগুন। গন্ডগোল থামাতে এবার সন্দেশখালি ২ নম্বর ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৪৪ ধারা জারি করা হল। গতকাল রাত সাড়ে ৯টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে বসিরহাট জেলা প্রশাসন। এর ফলে ওই সমস্ত এলাকায় কোনও জমায়েত করলেই পুলিশ গ্রেফতার করবে। সকাল থেকে ধামাখালি থেকে সন্দেশখালি যাওয়ার রাস্তায় চলছে পুলিশের নাকা তল্লাশি। টোটোয় চড়ে মাইকেও প্রচার চালাচ্ছে পুলিশ। ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। গোটা এলাকা পুলিশে ছয়লাপ।
আরও পড়ুন, অনুব্রতর জন্য মহাযজ্ঞ ! ৩ কুইন্টাল কাঠে ২৫ কেজি ঘি, '১০ হাজার মানুষের সমাগম'
এদিন এলাকা পরিদর্শনে যান বারাসাত রেঞ্জের DIG সুমিত কুমার। সন্দেশখালি থানায় পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেন DG পদমর্যাদার অফিসার সিদ্ধিনাথ গুপ্ত। এর পাশাপাশি, গতকাল জেলিয়াখালিতে তৃণমূলের ব্লক সভাপতি ও জেলা পরিষদ সদস্য শিবপ্রসাদ হাজরার ভেড়ির অফিস, বাড়ি, পোলট্রি ফার্মে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৮ জন গ্রামবাসীকে গ্রেফতার করেছে সন্দেশখালি থানার পুলিশ।