Sandeshkhali ISF Protest : 'শবে বরাতের রোজার মধ্যেই গ্রেফতার, হয়নি ইফতারও' ISF নেত্রীর মুক্তির দাবিতে ধুন্ধুমার বসিরহাটে
ISF leader Ayesha Bibi arrested in Sandeshkhali : 'বলা হয়, তুমি বাড়ি ফিরে এসে ইফতার করবে। কিন্তু তাঁকে থানায় ডেকে নিয়ে গিয়ে ইফতার পর্যন্ত করতে দেওয়া হয়নি' আয়েশার মুক্তির দাবিতে সরব ISF কর্মীরা
সুকান্ত মুখোপাধ্যায়, বসিরহাট : চলতি মাসের ২৫ তারিখ সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার করা হয় ISF নেত্রী আয়েশা বিবিকে। দলীয় নেত্রীর গ্রেফতারের প্রতিবাদে বুধবার বসিরহাট মহকুমা আদালতের সামনে বিক্ষোভ দেখায় ISF।
২৫ তারিখ সকালে তাঁকে গ্রেফতার করে সন্দেশখালি থানার পুলিশ। তারপর তাঁকে ৩ দিন পুলিশি হেফাজত দেওয়া হয়। পুলিশের দাবি, সন্দেশখালিতে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে, তাতে ইন্ধন রয়েছে মিনাখাঁর বাসিন্দা এবং ISF-এর মিনাখাঁ বিধানসভা কমিটির সদস্য আয়েশা বিবির। সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বসিরহাট মহকুমা আদালতের সামনে নেত্রীর মুক্তির দাবিতে সরব হন দলীয় কর্মীরা। এক আইএসএফ কর্মী জানান, আয়েশা বিবি রোজা রেখেছিলেন। সেই অবস্থায় তাঁকে ডেকে আনা হয়। বলা হয়, তুমি বাড়ি ফিরে এসে ইফতার করবে। কিন্তু তাঁকে থানায় ডেকে নিয়ে গিয়ে ইফতার পর্যন্ত করতে দেওয়া হয়নি। মুসলিম ধর্মাবলম্বীরা শবে বরাতের আগে রোজা রাখেন। তিনিও সেই রীতিই পালন করছিলেন।
বুধবার ISF সমর্থকরা দাবি করেন, প্রার্থনার দিন শবে বরাতের আগে পুলিশ গ্রেফতার করে আয়েশা বিবিকে। সন্দেশখালির ঘটনায় মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে ISF নেত্রী আয়েশা বিবিকে। দাবি করে তাঁর মুক্তির দাবিতে সরব হন দলীয় কর্মী, সমর্থকরা। মঙ্গলবার সন্দেশখালি থেকে ৬২ কিলোমিটার দূরে সায়েন্স সিটির কাছে ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে গ্রেফতার করে পুলিশ। কেন গ্রেফতার করা হল, এই প্রশ্ন তুলে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন ISF বিধায়ক। নৌশাদ প্রশ্ন করেন, ' কীসের ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী? বাংলায় স্বৈরতন্ত্র চলছে। ' ১৪৪ ধারা লঙ্ঘনের যুক্তি দেখিয়ে নৌশাদকে আটকানো হলেও, পরে পুলিশ জানায়, CRPC-র ১৫১ ধারায় গন্ডগোলের আশঙ্কায় গ্রেফতার করা হয়েছে।
এর আগেও সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে বসিরহাটে মিছিল করেন ISF-এর কর্মী, সমর্থকরা। ১৭ ফেব্রুয়ারি বসিরহাটের টাউন হল থেকে মিছিল শুরু হয়। শেখ শাহজাহানের গ্রেফতারি এবং সন্দেশখালিতে ঢুকতে দেওয়ার দাবি জানানো হয় মিছিল থেকে।
এর আগে সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার হন সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার ও বিজেপি নেতা বিকাশ সিংহ। তৃণমূলের সাসপেন্ডেড নেতা উত্তম সর্দার ও ব্লক সভাপতি শিবু হাজরাকেও গ্রেফতার করেছে পুলিশ। তবে ৫২ দিন ধরে অধরা সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান।
আরও পড়ুন : রোদ ঝলমলে আকাশ, সপ্তাহান্তে ফের বৃষ্টির পূর্বাভাস