Bratya Basu Poster Controversy: 'WANTED, সন্ধান পেলে স্থানীয় পুলিশ স্টেশনে জানান' ব্রাত্যর ছবি দিয়ে SFI-এর পোস্টার
Kolkata News: কালিন্দীতে ব্রাত্য় বসুর বাড়ির আশপাশের এলাকা, পাড়া, যে রাস্তা দিয়ে তিনি প্রতিদিন যাতায়াত করেন, সর্বত্র এই পোস্টারে ছয়লাপ

কলকাতা: শিক্ষামন্ত্রীর পাড়ায়, তাঁর বিরুদ্ধেই পোস্টার পড়ল। SFI-এর তরফে দেওয়া পোস্টারে ব্রাত্য় বসুর ছবি দিয়ে লেখা, ওয়ান্টেড, সন্ধান পেলে স্থানীয় পুলিশ স্টেশনে জানান। এ বিষয়ে ব্রাত্য় বসুর বক্তব্য়, সিপিএম সিপিএমেই আছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিশিষ্টজনেদের একাংশ। গাড়ি চালানোর সময় চালক দুর্ঘটনা ঘটালে, আমায় কেন গ্রেফতার করা হবে? প্রশ্ন তুলেছেন সৌগত রায়। যদিও শিক্ষামন্ত্রীকে গ্রেফতারির দাবিতে অনড় SFI।
কালিন্দীতে ব্রাত্য় বসুর বাড়ির আশপাশের এলাকা, পাড়া, যে রাস্তা দিয়ে তিনি প্রতিদিন যাতায়াত করেন, সর্বত্র এই পোস্টারে ছয়লাপ। পোস্টারের কোণায় লেখা রয়েছে, 'SFI west bengal।' কিন্তু, কোনও ঘটনা ঘটলে সেই ব্য়ক্তির বাড়ির কাছে গিয়ে প্রতিবাদ-বিক্ষোভ-পোস্টার টাঙানো এগুলো কি আদৌ রুচিশীল কাজ? সেই ব্য়ক্তি তো একা বাড়িতে থাকেন না, তাঁর পরিবার সেখানে থাকে, তাঁরা তো আর রাজনীতির মানুষ নন! বক্তব্য় অনেকেরেই। শিক্ষামন্ত্রীর বাড়ির কাছে এহেন পোস্টারে চরম অসন্তুষ্ট এলাকাবাসী। এক SFI কর্মী বলেন, "আমার কলেজের ছাত্রকে উনি চাপা দিয়ে খুন করার চেষ্টা করলেন। হাইকোর্টের নির্দেশে তাঁর বিরুদ্ধে FIR হয়েছে, কেন সে অ্য়ারেস্ট হবে না?''
শনিবার, ছাত্র সংসদ নির্বাচন সহ একাধিক দাবিতে, যাদবপুর বিশ্ববিদ্য়ালয় ক্য়াম্পাসে, শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় SFI-সহ বামপন্থী পড়ুয়ারা। সেই সময় গাড়ির ধাক্কায় জখম হন, ইংরেজি বিভাগের স্নাতক প্রথম বর্ষের পড়ুয়া ইন্দ্রানুজ রায়। এরইমধ্য়ে, শিক্ষামন্ত্রীর গ্রেফতারি চেয়ে বৃহস্পতিবার থেকেই কালিন্দী চত্বরে এরকম অজস্র পোস্টার লাগানো হয়। পোস্টারের নীচে লেখা - যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে কয়েকজন ছাত্রের ওপর গাড়ি চাপা দিয়ে পলাতক। লালরঙে হাইলাইট করে লেখা - সন্ধান পেলে স্থানীয় পুলিশ স্টেশনে জানান। এ বিষয়ে ব্রাত্য় বসুর বক্তব্য়, 'সিপিএম সিপিএমেই আছে।' এবিষয়ে SFI রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলছেন, "একটা দুটো পোস্টার নয়, আমরা গোটা রাজ্য় জুড়ে এই পোস্টার মারব। যদি না শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করা হয়। পদত্য়াগ করতে হবে। এত বড় আস্পর্ধা যে ছাত্রকে চাপা দিয়ে চলে যাবে। প্রত্য়েকটা থানায় আমাদের ছাত্ররা গিয়ে ওয়ান্টেড বোর্ডে গিয়ে এই পোস্টার সাঁটিয়ে দিয়ে আসব।''
যাদবপুরকাণ্ডের প্রতিবাদে, রবিবার, কালিন্দী এলাকায় মিছিল করেছিল CPM ও SFI। সেই মিছিল ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। শনিবার, ফের দমদমে মিছিলের ডাক দিয়েছে SFI। দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, "SFI-এর বাঁদর ছেলেরা তারা পুরো কালিন্দী, যেখানে ব্রাত্য় থাকে, সেখানে পোস্টার মেরেছে। ওয়ান্টেড! ব্রাত্য় বসুকে গ্রেফতার করতে হবে, এই বলে। ব্রাত্য় নাকি ওয়ান্টেড! ব্রাত্য় কি গাড়ি চালাচ্ছিলেন? ব্রাত্য় কি চাপা দিয়েছেন? আমার গাড়ি চালাবার সময় যদি চালক কোথাও দুর্ঘটনা ঘটায়, তার জন্য় আমায় গ্রেফতার করতে হবে?''
আরও পড়ুন: Kolkata Police Law Institute: কলকাতা পুলিশের আওতাধীন পরীক্ষাতেও টুকলি আশঙ্কা, বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক






















