Kolkata Police Law Institute: কলকাতা পুলিশের আওতাধীন পরীক্ষাতেও টুকলি আশঙ্কা, বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক
BJP News: রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় কটাক্ষ করে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে টুকলি এখন স্বাভাবিক।

কলকাতা: কলকাতা পুলিশের আওতাধীন ল' ইন্সটিটিউটের পরীক্ষাতেও টুকলি আশঙ্কা। পরীক্ষা হলে স্মার্ট ওয়াচ, ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশ নিষেধ জারি করা হল। নিষেধাজ্ঞা জারি করে নোটিস ইস্যু করলেন কলকাতা পুলিশ ল' ইন্সটিটিউটের অধ্যক্ষ।
Hillarious! College run by @CPKolkata issued cautionary notice to takers of LLB exam for pursuing unfairness while writing papers. Students are IAS,IPS,WBCS,WBPS & Kolkata police officials. Cheating is NeoNormal in @MamataOfficial Bengal.😄🤔😁 pic.twitter.com/v7JkUhzUIp
— Jagannath chattopadhyay (@iamJagannathC) March 7, 2025
ওই নির্দেশিকায় লেখা হয়েছে, কোনও কোনও পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে নিয়ম বহির্ভূত কাজ করছে। পরীক্ষাকেন্দ্রে বই, স্টাডি মেটেরিয়াল, নোটস সহ স্মার্ট ওয়াচ, ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশ করা যাবে না। আর এই নির্দেশিকা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় X হ্যান্ডেলে লিখেছেন, "হাস্যকর! কলকাতা পুলিশের আওতাধীন কলেজে LLB পরীক্ষার্থীদের প্রশ্নপত্র লেখার সময় অন্যায় আচরণের জন্য সতর্কীকরণ নোটিস জারি করেছে। পড়ুয়ারা হলেন আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস, ডব্লিউবিপিএস এবং কলকাতা পুলিশ কর্মকর্তা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে টুকলি এখন স্বাভাবিক।''
আরও পড়ুন: Calcutta High Court: থানায় নিয়ে গিয়ে ছাত্রীদের মারধর, হাইকোর্টে মামলা দায়ের সুশ্রীতা সোরেনের






















