JU VC Remove: আরও বিপাকে ভাস্কর গুপ্ত, যাদবপুরের সদ্য অপসারিত উপাচার্যের জবাব তলব রাজভবনের
Jadavpur University: ১ মার্চ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ ও তার গাড়ির ধাক্কায় এক পড়ুয়া জখম হওয়ার ঘটনায় তৎকালীন উপাচার্যর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

কলকাতা: যাদবপুরকাণ্ডে (Jadavpur University) এবার আরও বিপাকে সদ্য অপসারিত উপাচার্য ভাস্কর গুপ্ত। রাজভবন সূত্রে খবর, এবার তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছেন আচার্য ও রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
সদ্য অপসারিত উপাচার্যের জবাব তলব: ৩১ মার্চ অবসর নেওয়ার কথা ছিল। তার মাত্র ৪ দিন আগে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্যর পদ থেকে সরিয়ে দেওয়া হয় ভাস্কর গুপ্তকে। গত বৃহস্পতিবার রাজভবন থেকে এবিষয়ে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, অধ্যাপক ভাস্কর গুপ্তকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হচ্ছে। আচার্যের অনুমোদনে এই বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে।
গত ১ মার্চ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ ও তার গাড়ির ধাক্কায় এক পড়ুয়া জখম হওয়ার ঘটনায় তৎকালীন উপাচার্যর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। ঘটনার জেরে অবসরের মাত্র ৪দিন আগে অন্তর্বর্তীকালীন উপাচার্যর পদ থেকে ভাস্কর গুপ্তকে সরিয়ে দেন রাজ্যপাল। সূত্রের খবর, এবার আরও কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছেন আচার্য। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিশ্ববিদ্যালয়ে যাওয়ার দিন কীভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল? কেন অবস্থা সামাল দেওয়া গেল না? রাজভবন সূত্রে খবর, এসব নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্তের জবাব তলব করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এদিকে নিজেরই নিয়োগ করা ভাস্কর গুপ্তকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বতী উপাচার্য পদ থেকে সরিয়ে দেওয়ায়, আচার্য ও রাজ্যপালের উদ্দেশে 'গেট ওয়েল সুন' বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
ভাস্কর গুপ্ত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। ২০২৪ সালের ২০ এপ্রিল তাঁকে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ করেন রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোস। গত সপ্তাহে সেই নির্দেশই প্রত্যাহার করে নিল রাজভবনই। কিন্তু, অবসরের মাত্র ৪ দিন আগে কেন সরিয়ে দেওয়া হল উপাচার্যকে? সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা হয়। তাঁর গাড়ির ধাক্কায় এক ছাত্র জখম হন। সেই ঘটনা ঘিরে বিভিন্ন মহলে তোলপাড় পড়ে যায়। এরপর আবার বিজেপির রাজ্য় সভাপতি এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ইফতারের একটি ভিডিও পোস্ট করেন, যা নিয়ে বিতর্ক তৈরি হয়।
সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির কয়েকটিতে স্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল। যে সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ এখনও বাকি, তার মধ্যে অন্যতম যাদবপুর। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী যে তালিকা রাজভবনে পাঠিয়েছেন, তার প্রথমেই আছে ভাস্কর গুপ্তর নাম। সেই তালিকায় অনুমোদন না দিয়ে ভারপ্রাপ্ত উপাচার্য়র পদ থেকে তাঁকে সরিয়ে দিয়েছেন সিভি আনন্দ বোস।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
