Arnab Dam: অবশেষে ডক্টরেট হওয়ার স্বপ্ন সফল হতে চলেছে অর্ণব দামের, কাদের জানালেন কৃতজ্ঞতা?
Burdwan University: অর্ণব দামের গবেষণায় সুযোগ পাওয়া নিয়ে খুশি বলে জানিয়েছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান
কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: অবশেষে জটিলতা কেটে যাওয়ার মুখে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে (Burdwan University) গবেষণার সুযোগ পাচ্ছেন জেলবন্দি মাওবাদী নেতা অর্ণব দাম। তিনি ভর্তির পরীক্ষায় প্রথম স্থান পেয়েছিলেন।
এদিন অর্ণব দাম (Arnab Dam) বলেন, 'কাউন্সিলিং আজ হল আমার পিএইচডি-ভর্তি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল। আশা করছি আজ অবসান হল। কারা দফতরের আধিকারিক এবং রাজ্য সরকারের সাহায্য ছাড়া এখানে আসতে পারতাম না। তাঁদের ধন্যবাদ। আমার পড়াশোনার প্রশ্নে যাঁরা পাশে থেকেছেন তাঁদের সবাইকে ধন্যবাদ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞ থাকলাম। আমায় উচ্চতর শিক্ষা ও গবেষণায় সুযোগ করে দেওয়ার জন্য।'
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান সৈয়দ তানভির নাসরিন জানান, এদিন কাউন্সেলিংয়ের প্রক্রিয়া সম্পূর্ণ হল। নথি যাচাইয়ের জন্য আসবে ১৯ জুলাই। ফিজ জমা দিলেই এবার অফিসিয়ালি এনরোলড হয়ে যাবেন। তিনি আরও বলেন, 'মূলধারায় ফিরে আসছেন, সচেতন নাগরিক হিসেবে এটা আমাদের খেয়াল রাখা ভাল। কারামন্ত্রী, উচ্চশিক্ষা মন্ত্রী উদ্যোগী হয়েছিলেন। সরকার উদ্য়োগী হয়েছে। এটা যে শেষ পর্যন্ত হল তার জন্য়ই আমরা খুশি।'
পিএইচডি-র ভর্তি প্রক্রিয়ায় জটিলতা কাটতে চলেছে মাও নেতার। জেল থেকে এসে ভর্তি প্রক্রিয়ায় কাউন্সেলিংয়ে অংশ নিলেন অর্ণব দাম। ইতিহাসের পিএইচডিতে ভর্তিতে কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের। বর্ধমান জেল থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আনা হয় অর্ণব দামকে। মৌখিক আশ্বাস মেলার পরেই খুলছে জট, দাবি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের। হুগলি জেল থেকে গতকালই কাউন্সেলিংয়ের জন্য বর্ধমান আনা হয় অর্ণবকে।
২০১০ সালের শিলদায় EFR ক্যাম্পে মাওবাদী হামলার (Maoist Leader Arnab Dam) ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। এরপর সংশোধনাগারে ফের শুরু করেন পড়াশোনা। জেল থেকে SET-এ উত্তীর্ণ হওয়ার পর, PhD করার ইচ্ছেপ্রকাশ করেন তিনি। আদালতের অনুমতি নিয়ে পুলিশি নিরাপত্তায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এসে পিএইচডি-র জন্য ইন্টারভিউ দেন মাওবাদী নেতা৷ বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে PhD করার যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় প্রথম হন। অ্যাকাডেমিক স্কোর ও ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বরের নিরিখে সর্বোচ্চ নম্বর পান তিনি। তারপর হঠাৎ স্থগিত করে দেওয়া হয় ইতিহাস বিভাগে ভর্তির প্রক্রিয়া।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ভারতীয় ডাকঘরে চাকরির সুযোগ, ৪৪ হাজারের বেশি শূন্যপদ