Jalpaiguri: পুলিশের টুপিতে জেলের ভিতরে গাঁজা পাচার? গ্রেফতার কারারক্ষী
শুনতে অবাক লাগলেও এমনই অভিযোগ উঠেছে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে!

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: টুপিতে গাঁজা লুকিয়ে জেলের ভিতরে পাচার করছেন কারারক্ষী! শুনতে অবাক লাগলেও এমনই অভিযোগ উঠেছে জলপাইগুড়ি (Jalpaiguri) কেন্দ্রীয় সংশোধনাগারে! অভিযুক্ত কারারক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ (Police)। পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে ১২ প্যাকেট গাঁজা উদ্ধার হয়েছে।
এ যেন সর্ষের মধ্যেই ভূত। টুপিতে গাঁজা লুকিয়ে জেলের ভিতরে পাচারের অভিযোগ খোদ কারারক্ষীর বিরুদ্ধে। তা নিয়ে সরগরম জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগার। অভিযুক্ত কারারক্ষীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, ধৃতের কাছ থেকে ১২ প্যাকেট গাঁজা উদ্ধার হয়েছে।
আরও পড়ুন, ফের ভুয়ো ভোটারের অভিযোগে উত্তেজনা, উপনির্বাচনে রণক্ষেত্র খড়দা
পুলিশ সূত্রে আরও দাবি, মহম্মদ মফিজুদ্দিন নামের ওই কারারক্ষী নিজের টুপির ভিতরে গাঁজার পুরিয়া ভরে, কয়েদীদের মধ্যে তা পাচার করার তালে ছিলেন। তার বিনিময়ে নিতেন মোটা টাকা। পাহারায় থাকা অন্য কারারক্ষীরা তাঁকে হাতেনাতে ধরে ফেলে আটক করেন। তাঁরাই খবর দেন কোতোয়ালি থানায়। পুলিশ সূত্রে খবর, মহম্মদ মফিজুদ্দিন নামের এই কারারক্ষী ৪ বছর ধরে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে কর্মরত রয়েছেন।
অভিযোগ সত্যি হয়ে থাকলে, জেলের ভিতরে কতদিন ধরে গাঁজা পাচার চলছে, সবচেয়ে বড় প্রশ্ন সেটাই।
এদিকে, কিছুদিন আগেই অভিনব কায়দায় গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিয়েছিল বাঁকুড়া জেলার পুলিশ। উদ্ধার হয়েছিল ২২ কেজি গাঁজা। পুলিশের জালে ধরা পড়েছে পাচারকারী। পুলিশ জানিয়েছে ধৃতের নাম শান্তনু ঘোষ। তার বাড়ি ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার মাগুরা এলাকায়। ধৃতকে হাজির করা হয় বাঁকুড়া জেলা আদালতে। পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়ের থানা এলাকার।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সুত্রে খবর পেয়ে পাত্রসায়ের থানা এলাকার ফরেস্ট অফিসের কাছে পুলিশের নাকা চেকিংয়ে আটক করা হয় সন্দেহভাজনকে। পুলিশের কাছে খবর ছিল, এক ব্যক্তি বাইকে করে ঝাড়্গ্রাম জেলার বিনপুর থেকে বিষ্ণুপুর-পাত্রসায়ের-রসুলপুর হয়ে বর্ধমানে গাঁজা পাচার করতে যাচ্ছে। পাত্রসায়ের পুলিশের কাছে এই খবর আসতেই পাচার আটকাতে ও পাচারকারীকে বামালসহ পাকড়াও করতে নাকা চেকিয়ে আরও তৎপর হয় পুলিশ। এরপরেই পুলিশ নাকা চেকিংয়ে বাইক সহ এক ব্যক্তিকে আটক করে।






















