JU Student Death: মালবাজারে রহস্যমৃত্যু যাদবপুরের ছাত্রীর! 'অপমানে আত্মঘাতী', অভিযোগ পরিবারের
Malbazar News: এদিন বৈঠকে বসে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ২ ছাত্রকে বিশ্ববিদ্যালয়ে আসতে নিষেধ কর্তৃপক্ষের।
মালবাজার: জলপাইগুড়ির (Jalpaiguri) মালবাজারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর রহস্যমৃত্যু। কদিন আগে মালবাজারে (Malbazar) দাদুর বাড়িতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নির্যাতন, অপমানে আত্মঘাতী ছাত্রী, দাবি পরিবারের। ২ ছাত্রের বিরুদ্ধে মালবাজার থানায় অভিযোগ দায়ের করেছিল মৃতার পরিবারের। সেই বিষয়ে এদিন বৈঠকে বসে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ২ ছাত্রকে বিশ্ববিদ্যালয়ে আসতে নিষেধ কর্তৃপক্ষের।
নিহত ছাত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের পড়ুয়া। মানসিক নির্যাতন ও অপমানের কারণেই এমন ঘটনা বলে দাবি পরিবারের। সহপাঠী ২ ছাত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ওই দুই জনের একজন গবেষক ও আরেকজন ভাষা বিভাগের ছাত্র। সূত্রের খবর, ওই ছাত্রী বিশেষভাবে সক্ষম। সূত্রের খবর, ওই ছাত্রীর ফোনের কিছু কললিস্ট দেখিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হয়েছে। সেই কললিস্ট দেখিয়েই দাবি করা হয়েছে ওই দুই ছাত্রের কারণেই এমন পদক্ষেপ নিয়েছে ওই ছাত্রী।
এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয় বৈঠকে বসে। তদন্ত চলাকালীন অভিযুক্ত ওই দুই পড়ুয়াকে বিশ্ববিদ্যালয়ে আসতে বারণ করা হয়েছে। ICC বা ইন্টারনাল কমপ্লেন কমিটির কাছে পাঠানো হয়েছে অভিযোগ।
মৃতা ছাত্রীর দিদিমা বলেছেন, '১৬ তারিখ পরীক্ষা দিয়ে এল। ১৭ তারিখ থাকল। ১৮ তারিখ এই ঘটনা। আমার সঙ্গে কথাও হল ওই দিন। আমি সাড়ে ১২টায় বেরলাম, আমরা সঙ্গে গল্প করল। আমি ফিরলাম আড়াইটা নাগাদ। তারমধ্যেই এমন ঘটনা। ওকে টর্চার করছিল, ও নিতে পারেনি।'
ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবারও পড়ুয়া মৃত্যুর ঘটনা। আগস্ট মাসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) মেন হস্টেলে প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর রহস্যমৃত্যু হয়। সেই ঘটনায় সামনে এসেছিল হস্টেলে ভয়াবহ ব়্যাগিংয়ের অভিযোগ। সেই ঘটনায় তদন্তে একের পর এক অভিযোগ সামনে আসে যেখানে শিউড়ে ওঠার মতো ব়্যাগিংয়ের অভিযোগ সামনে এসেছিল। ওই ঘটনাতেও সিনিয়রদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, গ্রেফতারও হয়েছিলেন বেশ কয়েকজন। ওই ঘটনার পরে আরও কিছু ব়্যাগিংয়ের অভিযোগ সামনে এসেছিল। একাধিক প্রতিবাদ-মিছিলও হয়েছিল। সেই সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধেও ব়্যাগিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নেওয়ার অভিযোগ উঠেছিল। সেই ঘটনার কয়েকমাস পরেও ফের পড়ুয়া মৃত্যু এবারও অভিযোগ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিরুদ্ধেই।
আরও পড়ুন: প্রাথমিক নিয়োগে প্রকাশিত মেধাতালিকা! কয়েকদিনের মধ্যেই নিয়োগপত্র