Jalpaiguri News: গজলডোবার সরকারি জমি দখলের অভিযোগে গ্রেফতার BJP নেতা
Jalpaiguri BJP Leader Arrested: সরকারি জমি দখলের অভিযোগে, তৃণমূল নেতার পর এবার বিজেপি নেতা গ্রেফতার...
জলপাইগুড়ি: জলপাইগুড়ির জমিকাণ্ডে তৃণমূল নেতার পর এবার বিজেপি নেতা গ্রেফতার। গজলডোবার সরকারি জমি দখলের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা উত্তম রায় ( BJP Leader Uttam Roy arrested)। রাজগঞ্জের বিএলআরও-র অভিযোগের ভিত্তিতে গ্রেফতার। বাম আমলেই পাট্টা পেয়েছেন, বিজেপি করায় ফাঁসানো হচ্ছে, দাবি উত্তমের। এর আগে জমি জবরদখলের অভিযোগে গ্রেফতার হন তৃণমূলের ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক। গ্রেফতার করা হয়েছে জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের বোর্ড সদস্য গৌতম গোস্বামীকেও।
রাজ্যের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই সক্রিয় পুলিশ। সরকারি জমি জবরদখল করে বিক্রি করার অভিযোগে গ্রেফতার করা হয় তৃণমূল নেতাকে। ডাবগ্রাম-ফুলবাড়ির তৃণমূলের ব্লক সভাপতি গ্রেফতার । জলপাইগুড়ি জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ দেবাশিস প্রামাণিক । বাড়ি থেকে ডেকে দফায় দফায় জেরার পরে গ্রেফতার করে সিআইডি। শিলিগুড়ির মেয়র গৌতম দেবের ঘনিষ্ঠ হলেন দেবাশিস প্রামাণিক।
মূলত সরকারি জমি দখলমুক্তির নির্দেশ দিয়েছিলেন মুখ্য়মন্ত্রী। কিন্তু, তাঁর বাড়ির কাছে সরকারি জমি দখলমুক্ত করতে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন পুর-আধিকারিকরা। ভাইরাল ভিডিওতে পুর-আধিকারিকদের প্রতি ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে মুখ্য়মন্ত্রীর ভাই বাবুন বন্দ্য়োপাধ্য়ায়ের মেয়েকে। মুখ্য়মন্ত্রী বলেছিলেন, সরকারি জমি দখল মুক্ত করতে হবে। দরকারে আমার বাড়ি থেকে শুরু করতে হবে। সরকারি জমি দখলমুক্তির নির্দেশ দিতে গিয়ে, এই মন্তব্য় করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আর বুধবার কালীঘাটে তাঁর বাড়ির কাছেই, সরকারি জমি দখলমুক্ত করল কলকাতা পুরসভা। আর তা নিয়ে উত্তেজনাও তৈরি হয়।
পুর-আধিকারিকদের সঙ্গে বচসায় জড়ালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়েরই ভাই বাবুন বন্দ্য়োপাধ্য়ায়ের মেয়ে। কিন্তু পুরকর্মীরা নিজেদের কাজ চালিয়ে যান, এই এলাকায় সরকারি জমিতে একটি ক্লাবঘর ছিল। যেটি খোদ মুখ্য়মন্ত্রীর ভাই বাবুন বন্দ্য়োপাধ্য়ায়ের বলে সূত্রের দাবি। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, পুর-আধিকারিকরা সেখানে জমি দখলমুক্ত করতে গেলে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বাবুন বন্দ্য়োপাধ্য়ায়ের মেয়ে। এই এলাকায় সরকারি জমিতে শ্মশানের কর্মীরা থাকতেন। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, এই এলাকার সরকারি জমির কিছুটা কলকাতা পুলিশের হাতে দেওয়া হবে। উদ্ধার করা বাকি জমিতে সরকারি প্রকল্পে বাড়ি তৈরি হবে।
আরও পড়ুন, মধ্যরাতে ঘুমের মধ্যেই বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু মা ও ৪ বছরের ছেলের !
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।