Jalpaiguri News: পুজো দেখতে বেরিয়ে গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৩জনের, আহত ৭ ! মর্মান্তিক দুর্ঘটনা ধূপগুড়িতে
Dhupguri Accident 3 Died : ময়নাগুড়িগামী এশিয়ান হাইওয়েতে দুর্ঘটনা, ৩জনের মৃত্যু !

জলপাইগুড়ি: পুজো দেখতে বেরিয়ে গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৩জনের, আহত ৭! ধূপগুড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দোকানে ঢুকল গাড়ি। রাস্তার ধারে দাঁড়িয়ে ঠাকুর দেখার সময় গাড়িতে পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে। ময়নাগুড়িগামী এশিয়ান হাইওয়েতে দুর্ঘটনা, ৩জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন, মাত্র ১ মিনিটের ঝড়ে লন্ডভন্ড সন্দেশখালি, তছনছ শতাধিক বাড়ি, আহত ৮ !
একাধিক দুর্ঘটনার সাক্ষী হল এবারের দুর্গাপুজো। সপ্তমীর সকালে বোলপুরে যাত্রী বোঝাই বাস উল্টে মৃত্যু হয়েছিল, পূর্ব বর্ধমানের এক বালকের। মায়ের সঙ্গে হাসপাতালে যাচ্ছিল সে। গুরুতর আহত হয়েছিলেন আরও ৩০ জন। বেহাল রাস্তার কারণেই দুর্ঘটনা বলে অভিযোগ ছিল স্থানীয় বাসিন্দাদের। সপ্তমীর সকালে যখন মণ্ডপে মণ্ডপে পুজো চলছে, শোনা যাচ্ছে মন্ত্রোচ্চারণ, ঢাকের আওয়াজ, তখন বোলপুরে ঘটে গিয়েছিল ভয়ঙ্কর দুর্ঘটনা। বেহাল রাস্তার গর্তে চাকা পড়ে উল্টে গেল যাত্রী বোঝাই বাস। পুজোর সকালে মায়ের কোল খালি করে চলে গিয়েছিল এক বালক। মাতৃ আরাধনার উৎসবের মাঝেই সন্তান হারালেন এক মা। স্থানীয় সূত্রে খবর, কীর্ণাহার থেকে বোলপুরের দিকে যাচ্ছিল বাসটি। সেই বাসে করেই ডাক্তার দেখাতে মায়ের সঙ্গে বোলপুর মহকুমা হাসপাতালে যাচ্ছিল বালকটি। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই সব শেষ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, সিয়ান হাসপাতালের কাছে টোটোকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধান জমিতে গিয়ে পড়ে বাসটি। রাস্তাটি দেখভালের দায়িত্বে রয়েছে পূর্ত দফতর। দুর্ঘটনার পরপরই টনক নড়ে প্রশাসনের, তড়িঘড়ি পিচ ঢেলে রাস্তার গর্ত বোজানোর কাজ শুরু হয়। যা দেখে অনেকেই আক্ষেপের সুরে বলছেন, এই কাজটাই যদি সঠিক সময়ে করা হত, তাহলে এইভাবে ছোট্ট ছেলেটাকে চলে যেতে হত না। বোলপুর বাসিন্দা তরুণ লোহার বলেন, রাস্তার ভয়াবহ অবস্থা, মানুষের প্রাণ না গেলে রাস্তা সারানোর কথা মনে পড়ে না। দুর্ঘটনায় আহত হয়েছিলেন অন্তত ৩০ জন। তাঁদের মধ্যে ১২ জনের অবস্থা ছিল আশঙ্কাজনক। মৃত বালকের মায়েরও গুরুতর চোট লেগেছিল। আহতদের সকলকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে কয়েকজনকে বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠানো হয়।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















