Jalpaiguri News:ত্রিকোণ প্রেম ? 'খুন' করে মাটিতে পুঁতে রাখল অভিযুক্ত ! শিউরে ওঠা ঘটনা ময়নাগুড়িতে..
Jalpaiguri Murder Case: বাড়ি থেকে ৩০০ মিটার দূরে পড়ে আছে বাইক, আরোহী কোথায় ? মাটি খুঁড়ে দেহ উদ্ধার করল পুলিশ

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: হরিয়ানার অন্তঃসত্ত্বা প্রেমিকাকে খুন করে মাটি পুঁতে দেওয়ার ঘটনায় শিউরে উঠেছিল গোটাদেশ। এবার বাংলার বুকেও ফিরল সেই ছায়া। খুন করে মাটিতে পুঁতে রাখার ঘটনা প্রকাশ্যে ময়নাগুড়িতে। তবে এটি কোনও প্রেমঘটিত কারণে ঘটেছে কিনা, জানতে তদন্তে নেমেছিল পুলিশ।
ময়নাগুড়িতে খুন করে মাটিতে পুঁতে রেখেছিল অভিযুক্ত। বাড়ি থেকে ৩০০ মিটার দূরে একটি বাইক উদ্ধার করে পুলিশ। তারপর মাটি খুঁড়ে দেহ উদ্ধার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীর মতে, মৃতদেহটি গৌতম রায় (৩০) নামে এক যুবকের। তবে অতিরিক্ত পুলিশ সুপার জানান, মৃতদেহ এখনও সনাক্ত করা যায়নি। এটা নিজেদের মধ্যে কোনও প্রবলেম ছিল। মাটি খুড়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে, বাড়ির লোক পলাতক । এরা দুজনেই আসামে কাঠ মিস্ত্রির কাজ করত। গত পাঁচদিন বাড়িতে এসেছে।সেই সুবাদেই পরিমলের বাড়ি আসতো। ত্রিকোণ প্রেমের জেরে খুন কিনা সেটাও পুলিশ তদন্ত করে দেখছে।
সম্প্রতি আরও একটি ঘটনা প্রকাশ্যে এসেছিল উত্তর ২৪ পরগনা। প্রেমিকের সঙ্গে পালিয়ে এসে সংসার পেতেছিল স্ত্রী, সেই আক্রোশে প্রেমিকের বাড়িতে এসে স্ত্রীকে কুপিয়ে 'খুন' করেন স্বামী ! স্ত্রীকে 'খুন' করে নিজের পেটেই ছুরি দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টাও চালিয়েছিলেন স্বামী। স্ত্রী প্রেমিকের সাথে পালিয়ে এসে নতুন করে সংসার বেধেছিল স্ত্রী। নতুন করে সংসার বাধা মানতে না পেরে স্ত্রীর প্রেমিকের বাড়িতে চড়াও হয়ে ছুরি দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন করেছিল স্বামী। স্ত্রীকে কুপিয়ে খুন করার পরে নিজের পেটেই ছুরি দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেছিল স্বামী।
পরিবার সূত্রে খবর, এক বছর আগে গোপালনগর এর বাসিন্দা সুকদেব বিশ্বাসের সংসারে সন্তান রেখে পল্লা হরিশপুর প্রেমিক রতন মণ্ডলের হাত ধরে নতুন করে সংসার পেতেছিল দীপু মিস্ত্রি। স্ত্রীর নতুন করে এই সংসার পাতার ঘটনা মানতে পারেনি স্বামী। যা নিয়ে মাঝেমধ্যেই অশান্তি হতো, সংসারে ফিরে যাওয়ার জন্য বেশ কয়েকবার স্ত্রীকে নিতে এসেছিল সুকদেব। কিন্তু তিনি যাননি স্ত্রী। সন্ধ্যায় সুকদেবের স্ত্রী দীপু যখন তার প্রেমিক রতনের বাড়িতে বসে টিভি দেখছিল সেই সময় পিছন দিক থেকে ছুরি দিয়ে এলোপাথারি আঘাত করেছিল শুকদেব। তারপর নিজের পেটেই ছুরি দিয়ে আঘাত করেছিল আত্মহত্যার চেষ্টা করে সে। রক্তাক্ত অবস্থায় তাদেরকে বনগাঁ মহকুমা হাসপাতালে উদ্ধার করে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা দীপুকে 'মৃত' বলে ঘোষণা করেছিল।





















