Police: জেলা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে চাওয়া হচ্ছে আর্থিক সাহায্য, পুলিশ মহলেই শোরগোল
Jalpaiguri Police: সোশ্যাল মিডিয়ায় থাকা পুলিশ সুপারের ছবি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। যা নিয়ে শোরগোল শুরু হয়েছে আলিপুরদুয়ার জেলার পুলিশ মহলে।
অরিন্দম সেন, আলিপুরদুয়ার: সোশাল মিডিয়ায় খোদ জেলা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে আর্থিক প্রতারণা চেষ্টার অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীদের বিরুদ্ধে। এক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় থাকা পুলিশ সুপারের ছবি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। যা নিয়ে শোরগোল শুরু হয়েছে আলিপুরদুয়ার জেলার পুলিশ মহলে।
কী অভিযোগ?
দেখা গিয়েছে, অনেকের কাছেই এই মেসেজ গিয়েছে সেখানে আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপারের একটি বার্তা রয়েছে। হোয়াটসঅ্যাপে যা নিয়ে বিভ্রান্তি ছড়ায়। যদিও বলা হয়, "কেউ একজন, এই নম্বর দিয়ে আমার ডিসপ্লে পিকচার ব্যবহার করছে এবং আর্থিক সাহায্য চাইছে। এটি আমার নম্বর নয় এবং আমার কোনো ফেসবুক প্রোফাইল বা টুইটার প্রোফাইল নেই৷ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে তবে দয়া করে ফাঁদে পড়বেন না"।
আরও পড়ুন, পার্ক সার্কাসে গুলিকাণ্ডে মৃত তরুণীর মাকে ফোন মুখ্যমন্ত্রীর, ৫ লক্ষ অর্থসাহায্য-ভাইয়ের চাকরির আশ্বাস
এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ মহলেও। যদিও সেই নম্বরের হোয়াটস অ্যাপে আলিপুরদুয়ারের পুলিশ সুপারের ছবি তুলে নেওয়া হয়েছে বলে জানা যায়। পুলিশ সূত্রে খবর, আলিপুরদুয়ার সাইবার ক্রাইম থানা এই বিষয়ে তদন্ত শুরু করেছে। এও জানা গিয়েছে এই মুহূর্তে বিহার রাজ্যের অভিযুক্ত ওই নম্বর ব্যবহারকারী। তাঁর খোঁজে তল্লাশি চলছে।
যদিও এই ব্যাপারে জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশির সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি কিছুই বলতে চাননি।
সম্প্রতি কলকাতাতেও এমন ঘটনা ঘটেছিল। হোয়াটসঅ্যাপের ডিপিতে পরিচিতর ছবি। কিন্তু নম্বরটি অচেনা! আর সেই নম্বর থেকেই আসছে আর্থিক সাহায্য চেয়ে আর্জি। সঙ্কটে প্রিয়জনের পাশে দাঁড়াতে তড়িঘড়ি সিদ্ধান্ত নিলেই বিপদ! প্রতারণার শিকার হতে পারেন, এমন মর্মে সেই সময়ই রাজ্যবাসীকে সতর্ক করেছিল কলকাতা পুলিশ।