Jalpaiguri Weather: গরমের পর কিছুটা স্বস্তি, মুষলধারে বৃষ্টিতে ডুবল ধূপগুড়ি
Jalpaiguri Weather Update: জলপাইগুড়ির ধূপগুড়ি সুপার মার্কেটে ভোর থেকে টানা বৃষ্টির কারণে জলমগ্ন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ।
রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : প্রচন্ড দাবদাহ এবং গরমের পর কিছুটা স্বস্তি ধূপগুড়িতে (Dhupguri)। এদিন ধূপগুড়ি সহ ডুয়ার্সে (Duars) শুরু হল মুষলধারে বৃষ্টি (Rain)। যার জেরে বিপর্যস্ত জনজীবন। এদিন সকাল থেকেই টানা বৃষ্টি চলছে ধূপগুড়ি শহরের রাস্তার বিভিন্ন জায়গায় জমে গিয়েছে বৃষ্টির জল। ভোর থেকে টানা বৃষ্টিতে জল জমে গেল জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজারে। জলপাইগুড়ির ধূপগুড়ি সুপার মার্কেটে ভোর থেকে টানা বৃষ্টির কারণে জলমগ্ন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ।
ধূপগুড়ি সুপার মার্কেট উত্তরবঙ্গের মধ্যে সবথেকে বড় কাঁচা সবজি বাজার। সেই বাজারে প্রতিদিন পার্শ্ববর্তী রাজ্য অসম, পার্শ্ববর্তী দেশ ভুটান এবং সিকিম থেকে কিন্তু প্রচুর মানুষ তারা কাঁচা সবজি কিনতে এই বাজারে আসেন। এমনকি ধূপগুড়ি এবং তার পার্শ্ববর্তী এলাকা থেকে কৃষকরা তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে ভিড় জমান সুপার মার্কেটে। তবে ভোর থেকে টানা বৃষ্টির জেরে সেই বাজারে জমে গিয়েছে বৃষ্টির জল। যার ফলে নোংরা পচা জল নিয়েই যাতায়াত করতে হচ্ছে ক্রেতা থেকে বিক্রেতাদের। যদিও এই ঘটনা নিয়ে নীরব সুপারমার্কেট কর্তৃপক্ষ। বেহাল নিকাশি ব্যবস্থার ফলে এই ধরনের চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে কৃষক থেকে সাধারণ মানুষকে।
আরও পড়ুন, 'ফেসবুক, হোয়াটসঅ্যাপে সংগঠন চলে না', বঙ্গ বিজেপি-র বিরুদ্ধে বিস্ফোরক অর্জুন সিংহ
এদিকে, আজই আন্দামান সাগরে ঢুকছে বর্ষা। কেরলেও সময়ের আগেই শুরু হবে বর্ষার ধারাপাত। জানাল মৌসম ভবন। নির্ধারিত সময়ের চারদিন আগে, ২৭ মে কেরলে ঢুকছে বর্ষা। তবে কি বঙ্গেও এবার সময়ের আগেই বর্ষার প্রবেশ? উঠছে প্রশ্ন।
উত্তরবঙ্গেও বৃষ্টি হবে আরও চার দিন। দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায় মাঝারি বৃষ্টি। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে কিছু এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি। ১৮ মে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে। আগামি ৭২ ঘণ্টা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় আংশিক মেঘলা আকাশ আকাশ থাকবে। দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ায় আজ কয়েক পশলা মাঝারি বৃষ্টি হবে ।