Janmashtami 2021 : প্রথা মেনে বেলুড় মঠে জন্মাষ্টমীতে কাঠামো পুজো দিয়ে শুরু হল দেবী দুর্গার আবাহন
এবার মঠের পুজো ১২১ বছরে পা দিল। মূল মন্দিরে চণ্ডীপাঠ, পূজার্চনার মাধ্যমে এদিন কাঠামো পুজো করা হয়।
![Janmashtami 2021 : প্রথা মেনে বেলুড় মঠে জন্মাষ্টমীতে কাঠামো পুজো দিয়ে শুরু হল দেবী দুর্গার আবাহন Janmashtami 2021 Durga Puja Belur Math Kathamo Puja On Shree Krishna Birthday Janmashtami Janmashtami 2021 : প্রথা মেনে বেলুড় মঠে জন্মাষ্টমীতে কাঠামো পুজো দিয়ে শুরু হল দেবী দুর্গার আবাহন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/30/76e4f63a5d71b996e8ab937353775f95_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ভাস্কর ঘোষ, সঞ্চয়ন মিত্র, হাওড়া : ভাদ্র মাসের কৃষ্ণা অষ্টমীতে মথুরার কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ ৷ সেই উপলক্ষে গোটা দেশে আজ পালিত হচ্ছে জন্মাষ্টমী (Janmashtami 2021)৷ জন্মাষ্টমীর দিন প্রথা মেনে বেলুড়মঠে কাঠামো পুজো দিয়ে শুরু হল দেবী দুর্গার আবাহন।
স্বামী বিবেকানন্দর (Swami Vivekananda) হাত ধরে ১৯০১ সালে বেলুড় মঠে (Belur Math) শুরু হয়েছিল দুর্গা পুজো। এবার মঠের পুজো ১২১ বছরে পা দিল। মূল মন্দিরে চণ্ডীপাঠ, পূজার্চনার মাধ্যমে এদিন কাঠামো পুজো করা হয়। প্রথম দিকে কুমোরটুলি থেকে আনা হত প্রতিমা। পরে মঠে রেখে দেওয়া কাঠামোতেই প্রতিমা গড়া হয়।
করোনা আবহে উত্সবের রং কিছুটা ফিকে। তবে মথুরা, বৃন্দাবনে দিনটিকে সাড়ম্বরে পালন করা হচ্ছে। রয়েছে পুণ্যার্থীদের ভিড়। বিভিন্ন মন্দিরে চলছে আরতি। জন্মাষ্টমী উপলক্ষে নয়ডার ইসকন মন্দিরে কৃষ্ণ নামে মেতেছেন ভক্তরা। দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাহুল গাঁধী।
“ঠাকুর জনম নিলা ভাদরে’’- গানে গানে অন্য স্বাদের জন্মাষ্টমী
দেবকী ও বাসুদেবের সন্তান কৃষ্ণ। ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরায় জন্ম হয় তাঁর। সেই সময় মথুরার রাজা ছিলেন দেবকীর ভাই কংস। তাঁকে ভবিষ্যবাণী করা হয়েছিল, দেবকী ও বাসুদেবের অষ্টম পুত্র তাঁকে হত্যা করবে।
কথিত আছে, কংস তাঁর বোন ও ভগ্নি-পতীকে ভালোবাসতেন। কিন্তু, তাঁদের অষ্টম পুত্র তাঁকে হত্যা করবে, এই ভবিষ্যবাণী শোনার পর তাঁদের সব সন্তানকে হত্যা করার সিদ্ধান্ত নেন কংস। প্রথম ছয় সন্তানকে হত্যা করতে সক্ষমও হন। সপ্তম সন্তানের হদিশ পাননি কংস। অষ্টম সন্তান, অর্থাৎ কৃষ্ণের জন্মের সময় গোটা রাজ্য ঘুমিয়ে পড়েছিল। বাসুদেব গোপনে সেই সন্তানকে বৃন্দাবনের নন্দ বাবা ও যশোধাকে হস্তান্তরিত করেন।
এদিকে বৃন্দাবনে বেড়ে ওঠে কৃষ্ণ। সামগ্রিক পরিস্থিতি নিয়ে তাঁর কোনও ধারণা ছিল না। যখন আরও বড় হয়ে ওঠেন, গোটা বিষয়টি তিনি শোনেন। তার পর সোজা মথুরা চলে আসেন। এখানে এসে কংসকে হত্যা করেন। দেখা হয় মা-বাবা দেবকী ও বাসুদেবের সঙ্গে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)