HC On Jayanta Singh House: হাইকোর্টের নির্দেশের পরেও ভাঙা হল না জয়ন্ত সিংহের বাড়ি ! কামারহাটি পুরসভার দাবি, 'ভাঙার মত পরিকাঠামো নেই..'
Jayanta Singh House Demolish: কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও কেন ভাঙা হয়নি জয়ন্ত সিংহের বাড়ি ? কী যুক্তি কামারহাটি পুরসভার ?

উত্তর ২৪ পরগনা: চার সপ্তাহের মধ্যে জয়ন্ত সিংহের বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিকে এখনও জয়ন্ত সিংহের বাড়ি ভাঙা হল না। জয়ন্ত সিংহের বাড়ি ভাঙা নিয়ে বিপাকে কামারহাটি পুরসভা। কামারহাটি পুরসভা জানিয়েছে, এত বড় বাড়ি ভাঙার মত পরিকাঠামো নেই। পাশাপাশি সরু গলির ভিতর বাড়ি হওয়ায় ভাঙার সরঞ্জাম ঢোকাতেও অসুবিধা হবে।
আরও পড়ুন, শিলনোড়া দিয়ে থেঁতলে নিজের দুই ছেলেকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে !
আগে এমন কিছু পদক্ষেপ করুন যাতে আদালতের মনে হয় যে, আপনাদের কাজ করার সদিচ্ছা আছে। তারপর সময় দেওয়া যাবে। আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংহর বেআইনি অট্টালিকা ভাঙার জন্য ২ মাস সময় চাওয়ায় কামারহাটি পুরসভাকে এই কথা বলল কলকাতা হাইকোর্ট।এবার জয়ন্ত সিংয়ের এই বাড়ি ভাঙতে আরও সময় চেয়ে, ফের কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল তৃণমূল পরিচালিত কামারহাটি পুরসভা। বিচারপতি গৌরাঙ্গ কান্ত স্পষ্ট বলে দিলেন,আগে ২ টো তলা তো ভাঙুন। তারপর নিশ্চয়ই সময় দেব।'
কামারহাটির প্রতাপ রুদ্র লেনের ওপর এই দুধসাদা অট্টালিকার মালিক তৃণমূলকর্মী জয়ন্ত সিংহ।জয়ন্তর কাণ্ড-কারখানা সামনে আসার পরই চর্চায় উঠে আসে তার অট্টালিকা। জানা যায়, পুকুরের একাংশ বুজিয়ে তৈরি, এই বেআইনিভাবে বাড়ি যে জমির ওপর দাঁড়িয়ে রয়েছে তার মালিক জয়ন্ত সিংহ নন। জমির মালিকের নাম দিলীপ মুখোপাধ্য়ায়। প্রশ্ন ওঠে, পুরসভার নজর এড়িয়ে কীভাবে তৈরি হল এই বাড়ি? অবৈধভাবে তৈরি বাড়িটি ভেঙে ফেলার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন কামারহাটির এক বাসিন্দা।গত সোমবারই, তৃণমূল পরিচালিত কামারহাটি পুরসভার ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে, কলকাতা হাইকোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্ত প্রশ্ন তোলেন, পুরসভার সহযোগিতা ছাড়া কীভাবে এতবড় বাড়ি তৈরি হল? পুরসভার আধিকারিকেরা সেই সময়ে কী করছিলেন? অফিসে বসেছিলেন? আমরা এখানে বসে আছি বলে, আমাদের যেন অন্ধ মনে করা না হয়।
বিগত ৫ বছর ধরে, যে সকল পুরসভার আধিকারিক ওই অঞ্চলে কাজ করছেন, তাঁদের সবাইকে জেলে পাঠানো হবে।এক মাসের মধ্যে বাড়ি ভেঙে খেলার মাঠ করে দেওয়া হোক। কিন্তু, বৃহস্পতিবার মামলার শুনানিতে তৃণমূল পরিচালিত কামারহাটি পুরসভার পক্ষ থেকে আবেদন জানানো হয়, জয়ন্ত সিংহর এতবড় বাড়ি চার সপ্তাহে ভাঙা সম্ভব নয়। বাড়িটি ভাঙার জন্য ৮ সপ্তাহ সময় চাই।তখন বিচারপতি গৌরাঙ্গ কান্ত বলেন, আগে ২টো তলা ভাঙা হোক। এমন কিছু পদক্ষেপ করুন যাতে মনে হয় যে, আপনাদের কাজ করার সদিচ্ছা আছে।' বেআইনিভাবে এত বড় একটা বাড়ি কীকরে পুরসভার অজান্তে তৈরি হতে পারে, সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এখন হাইকোর্টে প্রশ্নের মুখে পড়েও, বাড়ি ভাঙতে সময় চাওয়ার পক্ষেই সাফাই দিচ্ছে তৃণমূল পরিচালিত কামারহাটি পুরসভা।কামারহাটি পুরসভার চেয়ারম্য়ান গোপাল সাহা বলেন, এতবড় বাড়ি ভাঙতে সময় লাগবে। জেসিবি ঢোকার সমস্যা আছে। টাকাপয়সার ব্যাপার আছে। বাড়ির মালিক কে সেটাই তো জানা যাচ্ছিল না।'






















