Pahelgam News: 'ধর্ম এক হলেও ওদের সঙ্গে আমাদের কোনও মিল নেই' গর্জে উঠলেন নিহত ঝণ্টু আলির স্ত্রী
Jhantu Ali Shaikh : ঝণ্টুর স্ত্রী বললেন, বললেন, ' আমি শাস্তি চাই...আমার ছোট ছোট বাচ্চা আছে। ওই দেশটা থাকলে আরও বাচ্চা বাবা হারা হবে'

সমীরণ পাল, সন্দীপ সরকার, কলকাতা : পহেলগাঁওর হামলাকারী জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাতে গিয়ে শহিদ হয়েছেন নদিয়ার বাসিন্দা, সেনার স্পেশাল ফোর্সের কমান্ডো ঝন্টু আলি শেখ। জম্মুর মিলিটারি হাসপাতালে গান স্যালুটে কুর্নিশ জানানো হয় চিরঘুমে চলে যাওয়া বীরকে। কাশ্মীরে নিহত সেনার স্পেশাল ফোর্সের কমান্ডো ঝন্টু আলি শেখকে শেষ শ্রদ্ধা জানানো হল ব্যারাকপুরের সেনা ছাউনিতে।
দেহ নিয়ে যাওয়া হচ্ছে নদিয়ার তেহট্টের বাড়িতে
শুক্রবার রাতে নিহত সেনার দেহ এসে পৌঁছয় কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে ব্যারাকপুরে এনে শনিবার ভোর ৫টা নাগাদ গার্ড অফ অনার দেওয়া হয় কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে নিহত সেনার স্পেশাল ফোর্সের কমান্ডো ঝন্টু আলি
শেখকে। দেহ নিয়ে যাওয়া হচ্ছে নদিয়ার তেহট্টের বাড়িতে।
স্বামীর হাত ধরে দাম্পত্য জীবনের চৌকাঠে পা রাখা স্ত্রী ভাবতেই পারছেন না, বৃহস্পতিবার সকালে যে জীবনসঙ্গীর সঙ্গে মেসেজে কথা বললেন, সন্ধেয় সেই তিনিই হয়ে গেলেন অতীত। স্বামীর কফিনবন্দি দেহ ফেরার পথ চেয়ে কাঁদতে কাঁদতে কখনও বিলাপ করছেন, আবার কখনও উঠছেন গর্জে ।
'ওদের মনে বিদ্বেষ। ওরা মুসলিম নয়। '
পহেলগাঁওয়ে ধর্ম বেছে বেছে, পরিকল্পিত হিন্দু নিধন হয়েছে। আর সেই হামলাকারী জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাতে গিয়ে নিহত হয়েছেন ঝণ্টু। তাঁরও ধর্ম ইসলাম। কিন্তু সদ্য স্বামীহারা ঝণ্টুর স্ত্রী বলছেন, ' আমরাও মুসলিম। কিন্তু ওদের মনে বিদ্বেষ। ওরা মুসলিম নয়। ' শাহনাজ পারভিন জানালেন, ' আমার স্বামীও পছন্দ করত না। বলত, ধর্ম এক হলেও ওদের সঙ্গে আমাদের কোনও মিল নেই। ' আরও বললেন, ' আমি শাস্তি চাই...আমার ছোট ছোট বাচ্চা আছে। ওই দেশটা থাকলে আরও বাচ্চা বাবা হারা হবে'
পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানালেন সেনার স্পেশাল ফোর্সের কমান্ডো নিহত ঝন্টু আলি শেখের স্ত্রী। একসময় আগ্রায় ছিলেন ঝন্টু। দেড়বছর আগে কাশ্মীরে পোস্টিং হয় ঝন্টুর। পহেলগাঁওয়ে নাশকতার পর জঙ্গিদের ধরতে অভিযান চালায় ভারতীয় সেনা। উধমপুরে সেনা-জঙ্গি এনকাউন্টারে নিহত হন ভারতীয় সেনার 6 PARA SF-এর হাবিলদার ঝন্টু আলি শেখ। ঘটনার দিন সকালে মেসেজে কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে। চিন্তা করতে বারণ করেছিলেন স্বামী। এরপর খবর আসে কাঁধে গুলি লেগেছে। দেশকে বাঁচাতে জঙ্গিদের গুলিতে প্রাণ দিয়েছেন স্বামী, তাঁর জন্য গর্বিত স্ত্রী।
ভারতীয় সেনার 'হোয়াইট নাইট কর্পস' বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে নিহত জওয়ানের অবদান চিরস্মরণীয় থাকবে বলে পোস্ট করা হয় এক্স হ্যান্ডলে।






















