Jhargram: পাহাড় পুজোয় পর্যটকের ঢল ঝাড়গ্রামের বেলপাহাড়িতে, আম, কাঁঠাল, জাম দিয়ে আরাধনা
Jhargram News: আদিম যুগ থেকে মানুষ পাথর-বৃক্ষ এবং পাহাড়কে শক্তিরূপে পুজো করে আসছে।তাঁদের বিশ্বাস পাহাড় দেবতাকে তুষ্ট করতে পারলেই ভাল বৃষ্টি হবে। বৃষ্টি হলেই সুজলা সুফলা হয়ে উঠবে এই বসুন্ধরা

অমিতাভ রথ, বেলপাহাড়ি: পাহাড় পুজোয় পর্যটকের ঢল বেলপাহাড়িতে। ফসল যেন ভাল হয়। তার জন্য পর্যাপ্ত বৃষ্টির প্রার্থনা করে পাহাড় দেবতার পুজো করেন জঙ্গলমহলের আদিবাসী, মূলবাসী সম্প্রদায়ের মানুষজন। আম, কাঁঠাল, জাম নিবেদন করে পাহাড় দেবতার আরাধনা করা হয়। অনেক ক্ষেত্রে পাঁঠা, হাঁস-মুরগি বলির চল রয়েছে। অম্বুবাচির পরে থেকে শনিবার দেখে ঝাড়গ্রামের বেলপাহাড়িতে পাহাড় দেবতার পুজো শুরু হয়। নিয়ম করে প্রতিবছর এই প্রার্থনা করেন জঙ্গলমহলের বাসিন্দারা। এবার এই পাহাড় পুজো শুরু হয়েছে। আর তার জেরে ঝাড়গ্রামে পর্যটকদের ঢল নেমেছে। পাহাড় পুজো দেখতে উপচে পড়েছে ভিড়।
আদিম যুগ থেকে মানুষ পাথর-বৃক্ষ এবং পাহাড়কে শক্তিরূপে পুজো করে আসছে।তাঁদের বিশ্বাস পাহাড় দেবতাকে তুষ্ট করতে পারলেই ভাল বৃষ্টি হবে। বৃষ্টি হলেই সুজলা সুফলা হয়ে উঠবে এই বসুন্ধরা। এখন উৎসবে পরিণত হয়েছে। পাহাড় পুজোয় কেবলমাত্র মূলবাসী, আদিবাসী সম্প্রদায়ের মানুষজন নয়, বাইরে থেকে পর্যটকরাও এই উৎসবে সামিল হচ্ছেন।
পাহাড় পুজোর পাশাপাশি বর্ষার সময়ে বেলপাহাড়ির একটি অন্য রূপ দেখা যায়। জেগে উঠে গ্রীষ্মে শুকিয়ে যাওয়া ঝর্নাগুলি। ঘাগরা, হুদহোদি, গাড়রাশিনি , হাতিপাথরের মতো ঝর্নাগুলির সৌন্দর্য এই সময়ে আরও বেড়ে যায়। যা পর্যটকের কাছে বাড়তি পাওনা। প্রচুর মানুষের ঢল নেমেছে। প্রত্যেক বছরই পাহাড়পুজোয় সামিল হন এলাকার বাসিন্দারা।
এদিকে, রাজ্যের অন্য প্রান্তে কাটোয়াকাণ্ডে বালিঘাটের লড়াইয়ে প্রাণের বলি? কাটোয়ার রাজুয়া গ্রামে বিস্ফোরণে উড়ল বাড়ি, মৃত ১, আহত ১। বিস্ফোরণের তীব্রতায় উড়ল চাল, ভাঙল দেওয়াল। মৃত বরকত কারিগর বীরভূমের নানুরের বাসিন্দা। বহিরাগত এনে বোমা বাঁধার কাজ চলছিল, দাবি এলাকাবাসীর। বোমা বাঁধার সময় বিস্ফোরণ, অনুমান পুলিশের। বালিঘাটের দখল নিতেই বোমা বাঁধা হচ্ছিল। ঘটনায় জড়িত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জঙ্গল শেখ। কাটোয়াকাণ্ডে অভিযোগ জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের।
উল্লেখ্য, ২০১৫ সালে খুনের মামলায় গ্রেফতারির পর জঙ্গল শেখকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়। কাটোয়ার তৃণমূল বিধায়ক বলেন, 'আমার ওপর হামলা চালাতেই বোমা বাঁধা হচ্ছিল।' পুলিশের স্ক্যানারে বিস্ফোরণে জখম জেল ফেরত দুষ্কৃতী তুফান চৌধুরীর। বিস্ফোরণের নেপথ্যে বালিঘাটের দখলদারি, অভিযোগ স্থানীয়দের। বালিঘাটের মালিকদের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ। টাকা আদায়ের অভিযোগ তুফান চৌধুরী-সহ দুষ্কৃতীদের বিরুদ্ধে ভয় দেখাতেই বোমা বাঁধা হচ্ছিল, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের একাংশের।






















