Rajasekhar Mantha: বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস 'বয়কট' হাইকোর্টের আইনজীবীদের সংগঠনের
Calcutta Highcourt: বর্তমান পরিস্থিতিতে আদালতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এই সিদ্ধান্ত, দাবি আইনজীবীদের। সিদ্ধান্ত সম্পর্কে অবগত করা হয়েছে প্রধান বিচারপতিকেও।
সৌভিক মজুমদার, কলকাতা: বিচারপতি রাজাশেখর মান্থার (Rajasekhar Mantha) এজলাসে বিচারপ্রক্রিয়ায় অংশ গ্রহণ না করার সিদ্ধান্ত বার অ্যাসোসিয়েশনের। বিচারপতি মান্থার এজলাসের বিচারপ্রক্রিয়ায় বিরত থাকার সিদ্ধান্ত হাইকোর্টের (Calcutta Highcourt) আইনজীবীদের সংগঠনের। সাধারণ সভার মাধ্যমে সিদ্ধান্ত বার অ্যাসোসিয়েশনের (Bar Association)।
বর্তমান পরিস্থিতিতে আদালতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এই সিদ্ধান্ত, দাবি আইনজীবীদের। সিদ্ধান্ত সম্পর্কে অবগত করা হয়েছে প্রধান বিচারপতিকেও। এই সিদ্ধান্ত বেআইনি, দাবি বার অ্যাসোসিয়েশনের একাংশর। কারণ সাধারণ সভায় সভাপতি, সহ সভাপতি এবং সম্পাদক উপস্থিত ছিলেন না।
এদিকে, বিক্ষোভের নিশানায় বিচারপতি, এই মর্মেই তৃণমূলকে আক্রমণ দিলীপ ঘোষের। 'তৃণমূল সেটিং করতে না পারায় বিচারপতির ঘরের সামনে ধর্না দিচ্ছে। বিচারপতিকে ভয় দেখাচ্ছে, বয়কট করছে, পোস্টার দিচ্ছে। নিরপেক্ষ বিচারব্যবস্থাকেও ছাড়ছে না তৃণমূল। সাধারণ মানুষ এখানে বিচার পাবে আশা করা যায় না। রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা, সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে', বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে বিক্ষোভ ও পোস্টার প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের।
আরও পড়ুন, বাবুঘাটে বিজেপির গঙ্গা আরতির অনুমতি দিল না কলকাতা পুলিশ
অন্যদিকে, এবার হাইকোর্টের ওসিকে তলব বিচারপতি রাজাশেখর মান্থার। 'প্রয়োজনে এজলাসের বাইরে ফোর্স বাড়ান। কেউ এজলাসে আসতে চাইলে তাকে যেন বাধা না দেওয়া হয়। যারা আসতে চান, তারা যেন এজলাসে প্রবেশ করতে পারেন। যারা আসতে চান না, সেটা তাদের বিষয়', নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। এক আইনজীবীকে বিচারপতী মান্থার এজলাসে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। তারপরই নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার।