Kaliganj Bypoll Result : ষষ্ঠ রাউন্ডের শেষ ! কালীগঞ্জে অব্যাহত সবুজ ঝড়, দ্বিতীয় স্থানে কে?
২ নম্বরের জন্য বিজেপি ও বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর মধ্যে লড়াই চলছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ২৩ রাউন্ড গণনা শেষে জানা যাবে ফলাফল ।

অর্ণব মুখোপাধ্যায়, রুমা পাল, কালীগঞ্জ : আজ কালীগঞ্জ উপনির্বাচনের ফল। সকাল ৮ টা থেকেই শুরু হয়েছে ভোট গণনা। ষষ্ঠ রাউন্ড গণনা শেষ। এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদই। সকাল থেকে দ্বিতীয় স্থানে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। কখনও দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী, কখনও বিজেপি প্রার্থী। ষষ্ঠ রাউন্ড শেষে , দ্বিতীয় স্থানে উঠে এলেন বিজেপি প্রার্থী আশিস ঘোষ। তৃতীয় স্থানে নেমে গেলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখ। ২ নম্বরের জন্য বিজেপি ও বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর মধ্যে লড়াই চলছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ২৩ রাউন্ড গণনা শেষে জানা যাবে ফলাফল ।
এখন প্রশ্ন, ছাব্বিশের আগে শক্তি ঝালাইয়ের পরীক্ষায় কার বাজিমাত? তৃণমূল, বিজেপি না কংগ্রেস? সকাল ৮টা থেকে শুরু হয়েছে গণনা। নির্বাচন কমিশন সূত্রে খবর, ২৩ রাউন্ড গণনা শেষে জানা যাবে ফলাফল। গত বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী অভিজিৎ ঘোষকে প্রায় ৫০ হাজার ভোটে হারিয়ে কালীগঞ্জ বিধানসভা আসনে জয়ী হন তৃণমূলের নাসিরউদ্দিন আহমেদ। তাঁর মৃত্যুর কারণেই এই আসনে উপনির্বাচন হল। প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মেয়ে আলিফা আহমেদকে প্রার্থী করে তৃণমূল। বিজেপির প্রতীকে এই আসলে লড়েন আশিস ঘোষ। বামফ্রন্টের সমর্থনে কংগ্রেসের প্রার্থী কাবিলউদ্দিন শেখ। গত বিধানসভা ইলেকশনের ট্রেন্ড বজায় রয়েছে এবারও প্রথম থেকেই এগিয়ে ঘাস ফুল। কিন্তু দ্বিতীয় স্থান থাকবে কাদের দখলে, এখন যেন সেটার জন্যই লড়াই।
কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে মোট ভোটার ২ লক্ষ ৫২ হাজার ৬৭০ জন। ভোটগ্রহণ কেন্দ্র ১৬২টি। সোমবার সকাল ৮টা থেকে পানিঘাটা হাইস্কুলে গণনা শুরু হয়। পোস্টাল ব্যালটের পর EVM-এর ভোট গণনা। গণনা কেন্দ্রে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। গণনা কেন্দ্রের বাইরে রয়েছে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। রয়েছে লাঠিধারী পুলিশ, কমব্যাট ফোর্স ও র্যাফ। দ্বিতীয় স্তরে রয়েছে রাজ্যের সশস্ত্র পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তৃতীয় স্তরে কেবলমাত্র কেন্দ্রীয় বাহিনী থাকছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ২৩ রাউন্ড গণনা শেষে কালীগঞ্জ বিধানসভার ৩০৯টি বুথের ফলাফল জানা যাবে। গণনা কেন্দ্রে ঢোকার ক্ষেত্রেও কড়াকড়ি করা হয়েছে। ভিতরে ঢোকার সময় সাদা কাগজ, কলম ছাড়া কোনও কিছু নেওয়া যাবে না। সাধারণ পর্যবেক্ষক এবং রিটার্নিং অফিসারও গণনা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন অনুমতি সাপেক্ষে।






















