Tamanna Death: তামান্না খুনে ৮৩ দিনের মাথায় চার্জশিট পেশ পুলিশের, অভিযুক্তদের তালিকায় কাদের নাম?
কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণার দিন তৃণমূলের জয়োল্লাসের বোমায় মৃত্যু হয়েছিল ৯ বছরের ছোট্ট তামান্না খাতুনের।

আবির দত্ত, কলকাতা: কালীগঞ্জে ভোট গণনার দিন বোমাবাজিতে মৃত্যু তামান্না খাতুনের। এরপর ৮৩ দিন পেরিয়ে গেছে এতদিন পর অবশেষে তামান্না খুনে চার্জশিট পেশ পুলিশের। মূল অভিযুক্ত দয়াল শেখ, আনোয়ার শেখ-সহ ১০ জনের নাম। চার্জশিটে খুন, বিস্ফোরকের আইনের ধারা দেওয়া হয়েছে।
এর আগে চার্জশিট দিতে না পারায় এসপি অফিসে গিয়ে ধর্নায় বসেন তামান্নার মা-বাবা। তৃণমূলের বিজয়োল্লাস থেকে ছোড়া বোমায় নিহত তামান্নার মা। সাফ জানিয়ে দিলেন, আগামী কয়েকদিনের মধ্যে পুলিশ চার্জশিট না দিলে সোজা হাইকোর্টে যাবেন তিনি।
কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণার দিন তৃণমূলের জয়োল্লাসের বোমায় মৃত্যু হয়েছিল ৯ বছরের ছোট্ট তামান্না খাতুনের। এই ঘটনার পর ৮০ দিন পেরিয়ে গেছে। কিন্তু, এখনও পর্যন্ত চার্জশিট দেয়নি পুলিশ। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার পুলিশ সুপারের অফিসের সামনে ধর্নায় বসেন তামান্নার মা-বাবা।
কালীগঞ্জে নিহত তামান্না খাতুনের মা বলেন, '৮০ পার হয়ে চলে গেছে। আর কয়েকদিন পরে ৩ মাস হয়ে যাবে। ১০ তারিখে দেবে বলেছিল, ১০ তারিখ পেরিয়ে গেছে আজকে ১১ তারিখ হচ্ছে। ++মেয়ে চলে গেছে। আবার চার্জশিটও পাঠাবে না। ক্রিমিনালদের ধরবে না। আবার দেখাও করতে দেবে না। গেট বন্ধ করে দিচ্ছে।'
পরে পুলিশকর্মীরা এসে তাঁদের এসপি অফিসের ভিতরে নিয়ে যান। যদিও, এদিন পুলিশ সুপারের সঙ্গে দেখা হয়নি তামান্নার মায়ের।
কালীগঞ্জে উপ নির্বাচনে জয়ী হয় তৃণমূল। ফল প্রকাশের দিন বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় ছিন্নভিন্ন হয়ে যায় ছোট্ট তামান্না। ২৪ জনের বিরুদ্ধে FIR দায়ের হয়। প্রায় ২ মাস পর এখনও অবধি গ্রেফতার করা হয়েছে মাত্র ১০ জনকে।
এর আগে সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে কালীগঞ্জের তামান্না খাতুনের পরিবার। বিজয়োল্লাসের বোমায় ছোট্ট তামান্নার ছিন্নভিন্ন হয়ে যাওয়ার ঘটনায়, ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। ২ মাস কেটে গেলেও, গ্রেফতার হয়েছে মাত্র ১০ জন। উল্টে অভিযুক্তদেরকেই সাক্ষী করছে পুলিশ, বিস্ফোরক অভিযোগ করেছেন তামান্নার মা।






















