Kamarhati Water Crisis: পানীয় জল থেকে সংক্রমণ? হাসপাতালে ভর্তি একাধিক! আতঙ্ক বাড়ছে কামারহাটিতে
পানীয় জল ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে প্রচার

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: হাওড়ার বেলগাছিয়ায় জল সঙ্কটের মধ্যেই এবার কামারহাটিতে জল থেকে সংক্রমণ? কামারহাটির ২৯ নম্বর ওয়ার্ডে আচমকা অসুস্থ বেশ কয়েকজন।
কয়েকজনকে সাগর দত্ত মেডিক্যালে ভর্তি, কামারহাটি পুরসভা সূত্রে খবর। পানীয় জল ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে প্রচার। টোটোয় চড়ে মাইকে প্রচারে তৃণমূল কাউন্সিলর নির্মলা রাইয়ের। জলের নমুনা সংগ্রহ কামারহাটি পুরসভার স্বাস্থ্য বিভাগের।
পানীয় জল থেকে সংক্রমণ এই অভিযোগে কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। পুরসভা সূত্রে খবর, এদের মধ্যে কয়েকজনকে সাগর দত্ত মেডিক্যাল কলেজে ভর্তি করাও হয়েছে। পানীয় জল ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে বলে গতকাল নিজেই টোটোয় চড়ে মাইকে প্রচারে করলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর নির্মলা রাই। কামারহাটি পুরসভার তরফে জানানো হয়েছে, পুরসভার স্বাস্থ্য বিভাগের একটি দল ২৯ নম্বর ওয়ার্ড থেকে জলের নমুনা সংগ্রহ করেছে। তবে প্রকৃত কারণ এখনও জানা যায়নি।
অন্যদিকে, জল নেই, বিদ্যুৎ নেই, বাড়ির দেওয়ালে চওড়া ফাটল। যে কোনও মুহূর্তে বাড়ি ভেঙে পড়ার আশঙ্কা। আতঙ্কের প্রহর গুনছেন হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দারা। বুধবার রাতে পাইপ লাইন মেরামতির সময় এলাকায় ধস নামে। ৩ দিন পরেও পরিস্থিতি যে-কে-সেই। বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় মহিলারা।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক সাধনকুমার ঘোষের নেতৃত্বে এদিন বেলগাছিয়া ভাগাড় এবং ধস-বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যায় বেসরকারি সংস্থার বিশেষজ্ঞ দল। ভাগাড় সরানো নিয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে বলে হাওড়া পুরসভা সূত্রে খবর। অন্যদিকে, আজও নির্জলা উত্তর হাওড়া বিধানসভার ১৪টি ওয়ার্ড।বালি পুরসভার ৩টি ওয়ার্ডেও তীব্র জলসঙ্কট। বেলগাছিয়া মোড়ে ভূর্গভস্থ পাইপ লাইন বসিয়ে পদ্মপুকুর জল প্রকল্পের সঙ্গে লাইন জোড়ার কাজ আজ ভোরে শেষ হয়েছে। তবে আনুষঙ্গিক কাজ বাকি থাকায় উত্তর হাওড়ায় জল সরবরাহ করা সম্ভব হয়নি। অন্য পুরসভা থেকে জলের ট্যাঙ্কার এনে পানীয় জল সরবরাহের ব্যবস্থা করেছে হাওড়া পুরসভা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
