Kanchenjunga Train Accident: ভয়াবহ দুর্ঘটনা শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে! চালু হল একাধিক হেল্পলাইন নম্বর
Kanchenjunga Train Accident Helpline: ট্রেনের ৩টি কামরা লাইনচ্যুত হয়ে মালগাড়ির চালক-সহ ৫ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ৩০ জন। বহু যাত্রীর আটকে থাকার আশঙ্কা রয়েছে।
জলপাইগুড়ি: ফিরল মাত্র ১ বছর আগের সেই ভয়াবহ স্মৃতি। গত বছর জুন মাসে ঘটে বালেশ্বর ট্রেন দুর্ঘটনা (Odisha Train Accident)। তার ঠিক ১ বছরের মাথায়, আজ, ১৭ জুন ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটল পশ্চিমবঙ্গে (West Bengal)। শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে (Sealdah Kanchanjungha Express) এসে সজোরে ধাক্কা মারল মালগাড়ি। পিছনের দুটি কামরা লাইনচ্যুত হয়ে দুমড়ে মুচড়ে যায়। ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর মিলছে। চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর (Helpline Numbers)।
পশ্চিমবঙ্গে ভয়াবহ দুর্ঘটনা, চালু হল হেল্পলাইন নম্বর
শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কায় ৫ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ৩০ জন। রেলের তরফে চালু করা হয়েছে হেল্পলাইন। শিয়ালদা স্টেশনের হেল্পলাইন নম্বরগুলি হল 033-23508794, 033-23833326। হাওড়া স্টেশনের হেল্পলাইন নম্বর 033-26413660, 033-26402242, 03326402243। উত্তর দিনাজপুরের আলুয়াবাড়ি রোড স্টেশনের ইমার্জেন্সি নম্বর 8170034235, ডালখোলা স্টেশনের ইমার্জেন্সি নম্বর 8170034228। কিষাণগঞ্জ স্টেশনের ইমার্জেন্সি নম্বর 7542028020, 06456-226795 অসমের গুয়াহাটি স্টেশনের হেল্পলাইন নম্বর 03612731621, 03612731622, 03612731623। নিউ বঙ্গাইগাঁও স্টেশনের হেল্পলাইন নম্বর 9435021417, 9287998179। নৈহাটিতেও একটি অতিরিক্ত হেল্পডেস্ক খোলা হয়েছে, তার নম্বর 033-25812128।
A special helpline booth has been set up at Sealdah Station following a rear-end collision involving the Down Kanchanjunga Express near New Jalpaiguri. The helpline numbers are :- 03323508794, 033-23833326.
— DRM Sealdah ERᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠ (@drmsdah) June 17, 2024
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। ভয়াবহ দুর্ঘটনার প্রভাব পড়েছে উত্তরবঙ্গে রেল পরিষেবায়। মালদা টাউন স্টেশনে আটকে পড়েছে কলকাতা থেকে নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেস। রেলের তরফে মালদায় হেল্প লাইন নম্বর চালু হয়েছে।
Helpline numbers for assistance and information regarding the derailment of Kanchenjunga Express in West Bengal. pic.twitter.com/ctwkZQc5m7
— Ministry of Railways (@RailMinIndia) June 17, 2024
ট্রেনের ৩টি কামরা লাইনচ্যুত হয়ে মালগাড়ির চালক-সহ ৫ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ৩০ জন। বহু যাত্রীর আটকে থাকার আশঙ্কা রয়েছে। দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্ত। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পরিস্থিতির ওপর নজর রাখছেন বলে তিনি জানিয়েছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।