Kanchenjunga Express: ট্রেন দুর্ঘটনার কিছুক্ষণ আগে মায়ের সঙ্গে কথা, মৃত নবম ব্যক্তির খোঁজ
Train Accident News: শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের। যার মধ্যে রয়েছেন এরাজ্যেরও বাসিন্দারাও।
কলকাতা: ট্রেন সফর পরিণত হয়েছে শেষযাত্রায় (Train Accident)। এবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় মৃত নবম ব্যক্তির খোঁজ মিলল। মৃত বিশ্বপ্রতাপ মিশ্র লেকটাউনের দক্ষিণদাঁড়ির বাসিন্দা। মৃত্যুর খবরে শোকের ছায়া এলাকায়।
মৃত নবম ব্যক্তির খোঁজ: শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের। যার মধ্যে রয়েছেন এরাজ্যেরও বাসিন্দারাও। এরমধ্যে মৃত নবম ব্যক্তির খোঁজ মিলেছে। বিশ্বপ্রতাপ মিশ্র নামে ওই ব্যক্তি কর্মসূত্রে উত্তরবঙ্গে গেছিলেন তিনি। দুর্ঘটনার কিছুক্ষণ আগে কথা হয় মায়ের সঙ্গে। ছেলের মৃত্যুর খবরে শোকের ছায়া পরিবারে। এদিকে আজ ভোরে বালিগঞ্জের জামির লেনের বাড়িতে ফিরল শুভজিৎ মালির নিথর দেহ। ট্রেন দুর্ঘটনা প্রাণ কেড়েছে মালদার চাঁচলের বাসিন্দা ৬ বছরের শিশুকন্যা স্নেহা মণ্ডলের। গতকাল রাতে চাঁচলের কালীগঞ্জের বাড়িতে পৌঁছয় দেহ। কান্নায় ভেঙে পড়ে গোটা গ্রাম।
এক বছরের মধ্যে ফের ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা। যা এলোমেলো করে দিয়েছে অনেকের জীবন। কেউ হারিয়েছেন প্রাণ। কেউ আবার প্রাণে বেঁচে গেলেও প্রতি মুহূর্তে আতঙ্কের ছাপ। রবিবার সকাল ৮.১০-এ আগরতলা থেকে শিয়ালদার উদ্দেশে রওনা দেয় ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সোমবার সকাল ৮টা ৪৫ নাগাদ নিউ জলপাইগুড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে, আচমকা পিছন থেকে একটি মালগাড়ি ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। ধাক্কার অভিঘাতে একেবারে পিছনে থাকা গার্ডের কামরা দুমড়ে মুচড়ে লাইনচ্যুত হয়ে যায়। ওপরে উঠে যায় পার্সেল ভ্যানের কামরা। দুমড়ে মুচড়ে লাইন ছেড়ে বেরিয়ে পাল্টি খেয়ে যায় একটি জেনারেল বগি। বাকি কামরাগুলিও প্রচন্ড ঝাঁকুনি দিয়ে কেঁপে ওঠে। সিট থেকে পড়ে যান যাত্রীরা। আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েন অনেকেই। উদ্ধার করতে ছুটে আসেন স্থানীয়রা। মালগাড়িরও দুটি বগি লাইনচ্যুত হয়। লাইনের পাশে উল্টে যায় একাধিক কন্টেনার।
আর দুর্ঘটনার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে কার গাফিলতিতে চলে গেল এতগুলো প্রাণ? এখনও দুর্ঘটনার কারণ ঘিরে ধোঁয়াশা। গতকাল থেকে বয়ান রেকর্ডের প্রক্রিয়া শুরু করেছে কমিশনার অফ রেলওয়ে সেফটি। রাঙাপানি স্টেশন থেকে দুর্ঘটনাস্থল পর্যন্ত যে তিনটি রেলগেট রয়েছে, তার গেটম্যানকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে গতকাল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: WB College Admission: সাড়ে ৯ লক্ষ আসনে অনলাইনে ভর্তি, কেন্দ্রীয় পোর্টালে কবে থেকে করা যাবে আবেদন?