Suvendu Adhikary:'জে, এ কতরকমের আদ্যাক্ষর, এরা কারা? এরা হচ্ছে ভাইপো গ্যাং', শুভেন্দুর নিশানায় অভিষেক !
Suvendu Adhikary: গড়িয়াহাটের মিছিল থেকে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা শুভেন্দু অধিকারীর।

কলকাতা : কসবার ল' কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে কলেজেরই এক প্রাক্তনী এবং দু'জন বর্তমান পড়ুয়ার বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ঘটনার এফআইআর- এ অভিযুক্তদের নামের পরিবর্তে আদ্যাক্ষর কেন লেখা হয়েছে, তা নিয়ে শাসক দল এবং পুলিশের দিকে আঙুল তুলেছে বিজেপি। যদিও পুলিশের তরফে ইতিমধ্যেই বিষয়টি স্পষ্ট করা হয়েছে। তাও রবিবার গড়িয়াহাটের প্রতিবাদ মিছিল থেকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কড়া ভাষায় আক্রমণ করেছেন।
তিনি বলেছেন, 'এখানেও আদ্যাক্ষরগুলো পড়বেন। জে, এ কতরকমের আদ্যক্ষর। এরা কারা? এরা হচ্ছেন ভাইপো গ্যাং। ভাইপো গ্যাং শুধু চাকরি বিক্রি করেননি, কলেজে কলেজে, ইউনিভার্সিটিতে, ২ ছেলের বাবা, সব বিবাহিত লোক, তারা এখন ছাত্রনেতা। আজকে ৯ বছর কলেজে, ইউনিভার্সিটিতে স্টুডেন্টস ইউনিয়নের ইলেকশন হয় না। আজকে ভাইপো গ্যাং তারা প্রত্যেকটা কলেজ, ইউনিভার্সিটি, ল কলেজ, মেডিক্যাল কলেজ সব দখল করে নিয়েছে। আর সেখানে শুধুমাত্র অর্থের কারবার হয় না, সেখানে আপনারা আপনার মেয়েকে, আপনারা আপনার বোনকে পাঠাচ্ছেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে, আর সেখানে তৃণমূলের নেতারা, যাদের ছবি ভাইপোর সঙ্গে দেখা গেছে, যারা তৃণমূলের ছাত্র সংগঠনের পদে বসে আছেন, তারা এই ঘটনা ঘটাচ্ছেন। মনোজ বর্মা বাবু কোথায় লুকিয়ে দিলেন ওই ছাত্রীকে, কোথায় লুকিয়ে দিলেন তাঁর বাবা-মাকে। আজকে রাজ্য মহিলা কমিশন, কথা বলার সুযোগ নেই, ইন্ডিপেনডেন্ট অর্গানাইজেশন, কন্সটিটিউশনাল বডি, কোনও ল-ইয়ার, কোনও ডাক্তার, কেউ কোনও সমাজের কোনও মানুষ, কেউ আপনি পাবেন না, তাঁদের সঙ্গে কথা বলতে। লুকাচ্ছেন কেন? বিনীত গোয়েলের হাফ অবস্থা হয়েছে, এসটিএফ- এ গেছে। আর এই মনোজ বর্মা, আপনিও যা করছেন, আপনার অবস্থাও বিনীত গোয়েলের থেকে খারাপ হবে, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন।'
কসবাকাণ্ডের প্রতিবাদে শহর কলকাতা থেকে বিভিন্ন জেলায় উঠেছে প্রতিবাদের ঢেউ। শুধু রাজনৈতিক সংগঠন নয়, অরাজনৈতিক সংগঠনও নেমেছে রাজপথে। কসবাকাণ্ডের প্রতিবাদে গড়িয়াহাট থেকে হাজরা পর্যন্ত অভয়ামঞ্চের সমর্থনে নাগরিক মঞ্চের মিছিল। এই মিছিলে রয়েছেন বিনোদন দুনিয়ার পরিচিত অনেক মুখ। বাদশা মৈত্র, চন্দন সেন, শ্রীলেখা মিত্র, দেবদূত ঘোষ ঠাকুর এই মিছিলে পা মিলিয়েছেন। রয়েছেন আর জি কর আন্দোলনের অন্যতম পরিচত মুখ জুনিয়র ডাক্তার আশফাকুল্লা নাইয়া। মিছিলে রয়েছেন সিপিএম- এর বিকাশরঞ্জন ভট্টাচার্যও। একাধিক গণ-সংগঠন এই মিছিলে যোগ দিয়েছে। রয়েছে রাজ্য প্রতিবন্ধী সংগঠন। সিনিয়র ডাক্তার সুবর্ণ গোস্বামী এবং তমোনাশ চৌধুরীকেও দেখা গিয়েছে এই মিছিলে।






















