TMC Clash: জনগর্জন সভার প্রস্তুতি শিবিরে তৃণমূল বনাম তৃণমূল, ধুন্ধুমার কসবায়
TMC Brigade Preparation: ১০ মার্চ তৃণমূলের ডাকে ব্রিগেডে জনগর্জন সভা। তার রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে প্রস্তুতি।
কলকাতা: তৃণমূলের জনগর্জন সভার প্রস্তুতি পর্বে ধুন্ধমারকাণ্ড কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে। অভিষেক (Abhishek Banerjee) আসার আগেই ২ তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের 'হাতাহাতি'। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ বনাম লিপিকা মান্নার ঘনিষ্ঠদের 'সংঘর্ষ'।
প্রস্তুতি শিবিরে তৃণমূল বনাম তৃণমূল: ১০ মার্চ তৃণমূলের ডাকে ব্রিগেডে জনগর্জন সভা। তার রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে প্রস্তুতি। কোথাও আবার প্রস্তুতি শিবির করা হয়েছে। আর বুধবারের বিকেলে কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামের প্রস্তুতি শিবিরেই ঘটে গেল ধুন্ধুমার ঘটনা। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ বনাম লিপিকা মান্নার ঘনিষ্ঠদের বাধে। ১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্না অভিযোগ করেন, সুশান্ত ঘোষের অনুগামীরা মারধর করেছেন। পাল্টা বহিরাগত গুন্ডাদের নিয়ে অশান্তি তৈরির অভিযোগ ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের।
লোকসভা ভোটের মুখে ব্রিগেডে আয়োজিত তৃণমূলের এই সভার নাম দেওয়া হয়েছে 'জনগর্জন সভা'। দিকে দিকে যখন চলছে সভার প্রস্তুতি, তখন চরম বিশৃঙ্খলা কসবায়। তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগে হাতাহাতিতে জড়ালেন দুই কাউন্সিলরের অনুগামীরা। কেন এই জনগর্জন সভা? বাংলার প্রতি লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা, ১০০ দিনের কাজ, আবাস যোজনা, রাস্তা ও একাধিক জনকল্য়াণমূলক প্রকল্পের টাকা অন্য়ায়ভাবে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এবং বহিরাগত অত্যাচারীদের বিসর্জনের অঙ্গীকার নিতেই এই ব্রিগেড সমাবেশ বলে জানানো হয়েছে।
লোকসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। কিন্তু তার আগেই বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি ঘিরে ভোটের আঁচে ফুটছে বাংলা।আগামীকাল রাস্তায় নামছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত মহিলাদের নিয়ে মিছিল করবেন তিনি। ১০ মার্চ, ব্রিগেডে তৃণমূলের 'জনগর্জন সভা'। এদিকে ব্রিগেড সমাবেশের পর ভোট প্রচারকে আরও উচ্চগ্রামে নিয়ে যেতে রাজ্যজুড়ে ময়দানে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০ মার্চ ব্রিগেডে জনগর্জন সভার পর উত্তর থেকে দক্ষিণে জেলায় জেলায় আরও ৫টি জনগর্জন সভা করবেন তিনি। বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ থেকেই শুরু হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচার। ১৪ মার্চ জলপাইগুড়ি,১৬ মার্চ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়, ১৮ মার্চ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, ২০ মার্চ উত্তর ২৪ পরগনার বসিরহাট, এবং ২২ মার্চ পূর্ব বর্ধমানে জনগর্জন সভা করবেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Tapas Roy Resignation Controversy: পদ্ধতিগত 'ত্রুটি', ঝুলে রইল তাপস রায়ের ইস্তফা