Kaushiki Amavasya: কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মমতা-অভিষেকের নামে পুজো
Tarapith Temple: কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে পুজো দেওয়া হল।
আবির দত্ত, বীরভূম: আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amavasya)। তারাপীঠে (Tarapith) তারা মায়ের (Tara Maa) বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। ভোরবেলা মঙ্গলারতি দিয়ে পুজোর সূচনা হয়। মঙ্গলারতির পর পাঁচরকম ফল, পাঁচরকম মিষ্টি, ক্ষীর দিয়ে দেওয়া হয় শীতল ভোগ। এদিন মায়ের শিলামূর্তিকে স্নান করানোর পর পরানো হয় রাজবেশ।
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে পুজো দেওয়া হল। সকালে মন্দিরে যান বিধানসভার ডেপুটি স্পিকার ও রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ও অভিষেকের নামে তারা মায়ের কাছে পুজো দেন তিনি।
কথিত আছে, এই দিনই তপস্যায় সিদ্ধিলাভ করেন সাধক বামাখ্যাপা। তারাপীঠ শ্মশানের শ্বেত শিমূলতলায় সাধনা করেছিলেন তিনি। ভক্তকে দেখা দেন মা তারা। সেই থেকে পালিত হয় কৌশিকী অমাবস্যা। অনেকে আবার এই তিথিকে বলেন কৌশী অমাবস্যা। যে কোনও শুভ কাজে ব্যবহৃত হয় কুশ। এই দিনে সেই কুশ কাটা হয়। তাই একে কৌশী অমাবস্যাও বলে। বিশেষ পুজো উপলক্ষ্যে তারাপীঠে ভিড় তন্ত্রসাধকদের। দূরদূরান্ত থেকে এসেছেন ভক্তরাও।
এসবের মধ্যেই অনলাইনের তারাপীঠের তারা মায়ের পুজোর নামে সক্রিয় রয়েছে প্রতারণা চক্র। এনিয়ে, ভক্তদের সতর্ক করেছে মন্দির কর্তৃপক্ষ। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, অনলাইনের মাধ্যমে তারাপীঠে তারা মায়ের পুজোর কোনও ব্যবস্থা নেই। করোনা সময় এই পুজো ব্যাপক আকার ধারন করেছিল। তারপর থেকে আমরা সাইবার ক্রাইম অফিসে জানিয়ে ছিলাম। কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে সেই অনলাইন পুজো বন্ধ হয়নি।
আরও পড়ুন, কে এই দেবী কৌশিকী? কোন অসুরকে সংহার করেছিলেন তিনি?
কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে ১ হাজার পুলিশ এবং সতেরশো সিভিক ভলান্টিয়ার মোতায়েন থাকবে। মঙ্গলবার দুপুরে দমকলের পাশাপাশি রামপুরহাটের পুলিশ-প্রশাসনের আধিকারিকরা তারাপীঠ মন্দির সংলগ্ন রাস্তা পরিদর্শন করেন। এমনকী, কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল।