KMC: ৩ মাস ধরে বেতন না মেলার অভিযোগ, বিক্ষোভ কলকাতা পুরসভায় কর্মরত মালিদের
এই পরিস্থিতিতে এদিন উদ্যান বিভাগের আধিকারিকদের ঘরের সামনে মিছিলও করে বিক্ষোভকারী মালিদের একাংশ।
অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: গাছ বাঁচানোর দায়িত্ব ওদের কাঁধে! কিন্তু পেট বাঁচবে কী করে? ৩ মাস ধরে বেতন না মেলার অভিযোগ তুলে সোমবার বিক্ষোভ দেখালেন কলকাতা পুরসভায় কর্মরত মালিরা। পুরসভার ভিতরেই হল বিক্ষোভ মিছিল।
কলকাতা পুরসভা মালি সুশীল হালদার বলছেন, কাজ বন্ধ করতে পারছি না। গাছ মরে যাবে। ২ দিন অন্তর করছি। কিন্তু ৩ মাস ধরে বেতন পাচ্ছি না। বিক্ষোভকারীদের দাবি, কলকাতা পুরসভার অধীনে থাকা উদ্যানগুলির দেখভালের দায়িত্বে প্রায় ২৩০ জন মালি রয়েছেন। একটি বেসরকারি সংস্থার অধীনে তাঁরা কাজ করেন। প্রভিডেন্ট ফান্ড ও ESI কাটার পর মাসে বেতন মেলে ৮ হাজার ১৩৯ টাকা। কিন্তু অভিযোগ জানুয়ারি মাস থেকে কোনও টাকাই মিলছে না।
এই পরিস্থিতিতে এদিন উদ্যান বিভাগের আধিকারিকদের ঘরের সামনে মিছিলও করে বিক্ষোভকারী মালিদের একাংশ। কলকাতা পুরসভার মালি বিজয় সর্দারের কথায়, স্টার সিকিউরিটি জানাল নভেম্বরে তারা নেই তার থেকে মাইনে পাবে জানে না।। তার আগে প্রিজম ছিল পিএফ অ্যাডজাস্ট করেনি। এ নিয়ে পুরসভার উদ্যান বিভাগের মেয়র পারিষদ জানিয়েছেন,বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন।
অন্যদিকে, বকেয়া DA-র দাবিতে এবার অভিনব প্রতিবাদ করেন সরকারি কর্মচারীরা। ৩৬% হারে DA-র দাবিতে রাজ্যের মন্ত্রী-বিধায়কদের বেতন ও ভাতা খাতে ৩৬ টাকা করে পাঠানোর সিদ্ধান্ত নিল রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। ১ এপ্রিল থেকে এই কর্মসূচি চালু হতে চলেছে। এর পাশাপাশি, সোশাল মিডিয়ায় হ্যাশট্যাগ দিয়ে DA-আন্দোলনকে গোটা দেশে ছড়িয়ে দিতে চাইছেন রাজ্য সরকারি কর্মীরা।
সোমবার ২ দিনের সফরে কলকাতায় এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর সেই দিনই DA-আন্দোলনকে গোটা দেশে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন রাজ্য সরকারি কর্মীরা। একই সঙ্গে বকেয়া DA-আদায়ে এবার অভিনব প্রতিবাদের পথ বেছে নিল বাম প্রভাবিত রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। ৩৬% হারে DA-র দাবিতে রাজ্যের মন্ত্রী-বিধায়কদের বেতন ও ভাতা খাতে ৩৬ টাকা করে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।
১ এপ্রিল থেকে শুরু হবে এই কর্মসূচি। এর জন্য সরকারি কর্মীদের কাছে TR-7 ফর্ম পূরণের আবেদনও জানিয়েছে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। এদিকে, বকেয়া ডিএর দাবিতে লাগাতার আন্দোলনের মধ্যেই সোমবার মন্ত্রিসভার বৈঠকে, সরকারি কর্মীদের অ্যাডহক বোনাস ও ফেস্টিভ্য়াল অ্যাডভান্সের পরিমাণ বাড়ানো হল। গত বছর রাজ্য সরকারি কর্মীরা অ্যাডহক বোনাস পেয়েছিলেন ৪ হাজার ৮০০ টাকা। এ বছর তাঁরা পাবেন ৫ হাজার ৩০০ টাকা।
ফেস্টিভাল অ্যাডভান্সও ১৪ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৬ হাজার টাকা করা হয়েছে। এমনকি, প্রতিক্ষেত্রেই স্যালারি স্ল্যাব বাড়ানো হয়েছে। পেনশনভোগীদের ক্ষেত্রে এক্সগ্রাসিয়া ২ হাজার ৭০০ টাকা থেকে বাড়িয়ে থেকে ২ হাজার ৯০০ টাকা করা হয়েছে।
বকেয়া DA চেয়ে, শহিদ মিনারে ২ মাস ধরে ধর্না-অবস্থান চালিয়ে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। রবিবার রাষ্ট্রপতিকে গণ ই-মেলের পর, সোমবার মুখ্যমন্ত্রীকে গণ ই-মেল পাঠানো হয়। DA-আন্দোলনকে দেশজুড়ে ছড়িয়ে দিতে মঙ্গলবার থেকে সোশাল মিডিয়ায় হ্যাশট্যাগ দিয়েও প্রচার শুরু করবেন রাজ্য সরকারি কর্মীরা।
এর মাঝেই DA-আন্দোলন ঘিরে রাজনৈতিক তরজা অব্যাহত। আগামী মাসে দিল্লির যন্তর-মন্তরে ধর্না কর্মসূচি রয়েছে DA-আন্দোলনকারীদের। এর পাশাপাশি, এবার এই বিষয়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইছেন তাঁরা।