KMC Election 2021: ২ জায়গায় বোমাবাজি, বুথ দখলের কোনও অভিযোগ জমা পড়েনি, জানাল নির্বাচন কমিশন
KMC Election 2021 Updates: কলকাতা পুরভোটে অশান্তি পাকানোর অভিযোগে গ্রেফতার দুই শতাধিক। বুথ দখলের কোনও অভিযোগ জমা পড়েনি, জানাল নির্বাচন কমিশন।
ঋত্বিক মণ্ডল, সত্যজিৎ বৈদ্য ও রুমা পাল, কলকাতা: কলকাতা পুরভোটে একের পর এক বিরোধী প্রার্থী আক্রান্ত। বিরোধী দলের এজেন্টরা আক্রান্ত, ঝরল রক্ত।
রবিবার ভোটের একেবারে শেষলগ্নে ৮৬ নম্বর ওয়ার্ডে, দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন বিজেপি প্রার্থী রাজর্ষি লাহিড়ি। তাঁকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। মাথায় আঘাত লাগায় বিজেপি প্রার্থীকে ভর্তি করা হয় হাসপাতালে।
ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছিল ৫৩ নম্বর ওয়ার্ডে। প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হন কংগ্রেস প্রার্থী আকবর হোসেন। কংগ্রেস প্রার্থীর সঙ্গীর মাথা ফাটিয়ে দেওয়া হয়।
২১ নম্বর ওয়ার্ডে আক্রান্ত হন বাম প্রার্থী সুজাতা সাহা। তিনি কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।
খিদিরপুরে ৭৫ নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী ফৈজ আহমেদ খানের গাড়িতে হামলা হয়। অসুস্থ বোধ করায় তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয় বাম প্রার্থীকে।
৪৫ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠকের এজেন্টকে বুথের মধ্যে ঢুকে মারধর করা হয়। পুলিশের সামনেই ঘটে সবকিছু।
ভোট-সন্ত্রাস নিয়ে রাজ্য নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর পাশাপাশি এদিন বিক্ষোভ দেখায় কংগ্রেস।
সন্ধেয় প্রতিবাদ জানাতে চুড়ি ও ফুল নিয়ে ফের রাজ্য নির্বাচন কমিশনের যান কংগ্রেস নেতা-কর্মীরা। যদিও তাদের ভিতরে ঢুকতে দেয়নি পুলিশ।
প্রদেশ কংগ্রেসের নির্বাচন কমিটির চেয়ারম্যান নেপাল মাহাতোর অভিযোগ, ‘নিষ্কর্মা ইলেকশন কমিশন। ৪৫টি বুথে এখনও রিপোল দাবি করছি। সকাল থেকে ১০০টি নির্দিষ্ট অভিযোগ দিয়েছি। কলকাতার অবস্থাই যদি এই হয় তাহলে জেলাতে কী হবে?’
রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, ‘ভোটই হয়নি, প্রহসন হয়েছে। একতরফা পুলিশ আর কমিশন মিলে ভোটের নামে প্রহসন করেছে।’
কলকাতা পুরভোটে সন্ত্রাসের অভিযোগে সোম ও মঙ্গলবার অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করবে বামফ্রন্ট।
তৃণমূল অবশ্য বিরোধীদের এসব অভিযোগকে আদপেই গুরুত্ব দিতে নারাজ। তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, ‘বিরোধী দল মিথ্যাচারের দিকে বেশি নজর দিয়েছে। সবাই জানত যে তাদের জন্য ভিত্তি নেই। মিথ্যাচার আর কুৎসা করে আর অভিযোগ করে নির্বাচনে সফলতা লাভ করা যায় না। মমতার উপর মানুষ ভরসা রেখেছে।’
এদিন রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, ‘দু’টি বোমাবাজির ঘটনা ঘটেছে। একটি খান্না হাইস্কুলের সামনে। অন্যটি এপিসি ক্রসিংয়ের কাছে। তাতে তিনজন আহত। গ্রেফতার করা হয়েছে একজনকে। এছাড়াও জমা পড়েছে ৪৫৩টি অভিযোগ। তবে বুথ দখলের কোনও অভিযোগ কমিশনে জমা পড়েনি।’