KMC Election Result 2021: কলকাতা পুরভোট গণনার শুরু, প্রথম রাউন্ডের শেষে এগোচ্ছে তৃণমূল
KMC Poll Result 2021: কলকাতা পুরসভার ১৬টি বরোর ১৪৪টি ওয়ার্ডের ভোট গণনা শুরু হয়েছে। রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হবে সাড়ে ৯০০ প্রার্থীর।
![KMC Election Result 2021: কলকাতা পুরভোট গণনার শুরু, প্রথম রাউন্ডের শেষে এগোচ্ছে তৃণমূল KMC Election Result 2021 First round trends tmc takes lead KMC Election Result 2021: কলকাতা পুরভোট গণনার শুরু, প্রথম রাউন্ডের শেষে এগোচ্ছে তৃণমূল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/21/15ee31a72a8cfcc12caced3cb31b0319_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: শুরু হয়েছে ভোটগণনা (Counting)। কলকাতা পুরভোট (KMC Election 2021) গণনার শুরু থেকেই এগোচ্ছে তৃণমূল (TMC), প্রাথমিক ট্রেন্ডে এমনটাই দেখা যাচ্ছে। এখনও পর্যন্ত মোট ১৮টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস। ১টিতে এগিয়ে বিজেপি (BJP)।
১১ নম্বর ওয়ার্ডে এগিয়ে অতীন ঘোষ, ৩১ নম্বর ওয়ার্ডে এগিয়ে পরেশ পাল, ২ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল প্রার্থী কাকলি সেন, ৮৫ নম্বর ওয়ার্ডে এগিয়ে দেবাশিস কুমার, ৮ নম্বর ওয়ার্ডে এগিয়ে মালা রায়। ৯৮ নম্বর ওয়ার্ডে এগিয়ে সিপিএম প্রার্থী মৃত্যুঞ্জয় চক্রবর্তী, ১৩ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী অনিন্দ্যকিশোর রাউত, ৫০ নম্বর ওয়ার্ডে এগিয়ে বিজেপি প্রার্থী সজল ঘোষ, ৪৫ নম্বর ওয়ার্ডে এগিয়ে কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক,
১৩৭ ও ১৪১ নম্বর ওয়ার্ডে এগিয়ে নির্দল প্রার্থী, মোট ৩৪টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস।
কলকাতা পুরসভার ১৬টি বরোর ১৪৪টি ওয়ার্ডের ভোট গণনা শুরু হয়েছে। রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হবে সাড়ে ৯০০ প্রার্থীর। নির্বাচন কমিশন সূত্রে খবর, ১৪৪টি ওয়ার্ডের জন্য ১১টি কেন্দ্রে ভোটগণনা চলছে। ১১ থেকে ১৬ দফায় ভোট গণনা হবে। প্রত্যেক কেন্দ্রে ৭-১০টি টেবলে গণনা। ভোট গণনার ভিডিওগ্রাফি করা হচ্ছে। প্রতিটি গণনা কেন্দ্রের দায়িত্বে একজন করে অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপ্যাল রিটার্নিং অফিসার।
আরও পড়ুন, কার দখলে কলকাতার কোন ওয়ার্ড ? নজর রাখুন পুরভোটের ফলাফলের সরাসরি সব আপডেটে
প্রতিটি গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি ১৪৪ ধারা। গণনাকেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন মোট ৩ হাজার পুলিশকর্মী। প্রতি কেন্দ্রেই মোতায়েন একাধিক ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। রয়েছে ক্যুইক রেসপন্স টিম, ফ্লাইং স্কোয়াড এবং রিজার্ভ পুলিশ। নজরদারি চলছে ড্রোনের মাধ্যমেও। বিজয় মিছিল নিয়ে কোনও নিষেধাজ্ঞা নেই, বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)