KMC Election Result 2021: বিজেপি ভোকাট্টা, সিপিএম নো পাত্তা বাই দ্য পিপল : মমতা বন্দ্যোপাধ্যায়
KMC Poll Result 2021:কলকাতা পুরভোটে স্বস্তির বার্তা তৃণমূলের। মোট ১৩১টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস (TMC)। বিজেপি এগিয়ে ৫টি ওয়ার্ডে। ১০৩ নম্বর ওয়ার্ডে জয়ী সিপিএম প্রার্থী নন্দিতা রায়।
কলকাতা: কলকাতা পুরভোটে স্বস্তির বার্তা তৃণমূলের (TMC)। আর এই ট্রেন্ডে সাধারণ মানুষকে শুভেচ্ছা জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বিজেপি, কংগ্রেস, সিপিএমক কটাক্ষ করলেন। এদিন কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "বিজেপি ভোকাট্টা বাই দ্য পিপল, সিপিএম নো পাত্তা বাই দ্য পিপল।''
"আমি সকল মা মাটি মানুষদের, আমার ভাই বোনদের অভিনন্দন জানাই, এই নির্বাচন হয়েছে উৎসবের মত করে। গণতন্ত্রের জয়। এটাই আশা ছিল। আমরা মা মাটি মানুষের প্রতি কৃতজ্ঞ। আরও মাথা নত করে আমরা কাজ করে যাব। কলকাতা আমাদের গর্ব। কলকাতাই সারা দেশকে পথ দেখিয়ে গর্বের দিকে নিয়ে যাবে। এই রায়ই আমাদের সাহায্য করবে মানুষের উন্নয়নের জন্য কাজ করে যেতে। মানুষের জন্যই আরও বেশি করে কাজ করে যাব।" এরপরই মমতা বলেন, "বিজেপি ভোকাট্টা বাই দ্য পিপল, সিপিএম নো পাত্তা বাই দ্য পিপল। আর বিজেপি, সিপিএমের মাঝে স্যান্ডউইচ কংগ্রেস।''
কলকাতা পুরসভার ১৬টি বরোর ১৪৪টি ওয়ার্ডের ভোট গণনা শুরু হতেই প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে গিয়েছিল তৃণমূল। ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৩৩টিতে এগিয়ে তৃণমূল। এই আবহে কালীঘাটের বাড়ি থেকে বেড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিন্দন জানালেন বাংলার মা-মাটি-মানুষকে। তৃণমূল সুপ্রিমোও এও জানান যে মানুষের এই রায়ের পর মাথা নত করে কাজ করে যাবে ঘাসফুল শিবির।
এখনও জয়ের চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়নি। তবে সংখ্যাগরিষ্ট ওয়ার্ডে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের প্রার্থীরা। ভোটের ট্রেন্ডের প্রাথমিক ফল প্রকাশ হতেই উচ্ছ্বসিত তৃণমূল সুপ্রিমো। টুইটে সকলকে অভিনন্দন জানিয়েছেন তিনি। মমতা লেখেন, "KMC নির্বাচনে আপনার বিজয়ের জন্য সকল প্রার্থীকে আন্তরিক অভিনন্দন। পরম অধ্যবসায় এবং কৃতজ্ঞতার সাথে মানুষের সেবা করতে মনে রাখবেন! আমি আবারও আমাদের উপর তাদের বিশ্বাস রাখার জন্য KMC-এর প্রতিটি একক বাসিন্দাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।"
আরও পড়ুন: KMC Election 2021 : হাড্ডাহাড্ডি লড়াইয়ে টেক্কা ঘাসফুল-গেরুয়া শিবিরকে, ৮৬ ভোটে জিতলেন বাম প্রার্থী নন্দিতা রায়