KMC Pool Car Step : বেআইনিভাবে পার্কিং করা গাড়িতে কাঁটা লাগাল পুরসভা, পুলকার আটকে পড়ুয়াদের হয়রানি
দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্কে বেআইনিভাবে গাড়ি পার্কিংয়ের অভিযোগে, সোমবার রাতে কাঁটা লাগিয়ে দেয় কলকাতা পুরসভা।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : দক্ষিণ কলকাতার ( South Kolkata ) রিজেন্ট পার্কে ( Regent Park ) বেআইনিভাবে পার্কিং করা গাড়িতে কাঁটা লাগিয়ে নোটিস সাঁটালো কলকাতা পুরসভা ( KMC ) । আর তাতে পুলকার ( PoolCar ) আটকে দুর্ভোগে পড়তে হল সকুলের ছাত্র-ছাত্রীদের। আইনানুগ ব্য়বস্থা নেওয়া যেতে পারে, তবে পুলকার আটকানো ঠিক হয়নি।
আরও পড়ুন :
সপ্তাহের মাঝে সোনার দামে হেরফের, সস্তা হল নাকি দাম বাড়ল ?
পুলকারে কাঁটা
দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্কে বেআইনিভাবে গাড়ি পার্কিংয়ের অভিযোগে, সোমবার রাতে কাঁটা লাগিয়ে দেয় কলকাতা পুরসভা। সকালে এসে গাড়ি চালকরা দেখতে পান চাকায় কাঁটা লাগানো। ফলে গাড়ি বের করতে পারেননি তাঁরা।
এক গাড়ির চালক জানালেন, তিনি জানতেন না যে সেখানে গাড়ি রাখা যায় না। কেএমসি-তে জানাতে হয়, এমনটাও তাঁর জানা ছিল না। সকলে গাড়ি ধুতে এসে তািনি দেখতে পান।
বেসরকারি গাড়ির পাশাপাশি কাঁটা লাগানো হয় পুলকারের চাকায়ও। ফলে সমস্য়ায় পড়তে হয় স্কুল ছাত্র-ছাত্রীদের। সমস্য়ায় পড়েন এলাকার বাসিন্দা যাঁদের গাড়ি রয়েছে তাঁরাও।
কী বললেন মেয়র পারিষদ
বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ব্য়বস্থা নিতে গিয়ে পুলকার আটকানো ঠিক হয়নি বলে প্রতিক্রিয়া মেয়র পারিষদ পার্কিং দেবাশিস কুমারের ( Debasish Kumar ) । তিনি বলেন, ব্যক্তিগত গাড়ির সঙ্গে পুলকারের পার্থক্য আছে। পুলকার আটকানো ঠিক হয়নি। নোটিস দেওয়া যেতে পারত। নোটিস না মানলে ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু পুলকারে কাঁটা লাগানোটা ভুল হয়েছে।
রাস্তার উপর বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযান চালাচ্ছে কলকাতা পুরসভা। তার অঙ্গ হিসেবেই রিজেন্ট পার্কে বেআইনিভাবে পার্কিং করা গাড়ির চাকায় কাঁটা লাগানো হয়।
আরও পড়ুন : তৃণমূল ছাত্র পরিষদের আহ্বায়ক হিসেবে নাম নন্দীগ্রাম থানার 'সিভিক ভলান্টিয়ারের' !
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন