Dharmatala : ধর্মতলায় 'খণ্ডযুদ্ধ', আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি-সহ ১৮ জনের পুলিশ হেফাজত; হোমে যাচ্ছে নাবালক
ISF : আইএসএফের আইনজীবীর আবেদনে সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে আদালত
কলকাতা : জামিনের আবেদন খারিজ, পুলিশ হেফাজতে (Police Custody) আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি । ধর্মতলায় (Dharmatala) খণ্ডযুদ্ধের ঘটনায় ১ ফেব্রুয়ারি পর্যন্ত নৌশাদ সিদ্দিকি সহ ১৮ জনের পুলিশ হেফাজতের নির্দেশ হয়েছে। ধৃত এক নাবালককে হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল কোর্ট।
আদালতে সরকারি আইনজীবী দাবি করেন, 'বউবাজার থানার ওসি, অ্যাডিশনাল ওসিকে খুনের চেষ্টা করা হয়েছে।' এদিকে আইএসএফের আইনজীবীর আবেদনে সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে আদালত। আইএসএফের আইনজীবী দাবি করেন, ধর্মতলায় গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চলছিল। বাইরে থেকে লোক ঢুকিয়ে অশান্তির চক্রান্ত করেছে শাসকপক্ষ।
গতকাল কী ঘটে ?
পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে ভাঙড়ে (Bhangar) ফের তুলকালাম ! আর তার আঁচে এসে পড়ল কলকাতার একেবারে প্রাণকেন্দ্রে ধর্মতলাতেও! শনিবার সকালে তৃণমূল-ISF সংঘর্ষ (TMC ISF Clash), ইটবৃষ্টি, বোমাবাজিতে অগ্নিগর্ভ হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Paragana) ভাঙড়। আর বিকেলে পুলিশ-ISF'এর খণ্ডযুদ্ধে । ধুন্ধুমার বেঁধে যায় ধর্মতলায়!
শনিবার দিনটা যে অশান্ত হতে চলেছে, সেটা বোঝা গেছিল সকাল থেকেই! এদিন ছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা ISF-এর প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষ্যে পতাকা লাগানো নিয়ে ভাঙড়ে অশান্তির সূত্রপাত।
ISF- এর অভিযোগ, ভাঙড়ের হাতিশালা মোড়ে (Hatishala More) পতাকা লাগাতে বাধা দেয় তৃণমূল কর্মী-সমর্থকরা। স্থানীয় তৃণমূল নেতা জুলফিকার মোল্লার নেতৃত্বে হামলা চালানো হয় বলে অভিযোগ।
তৃণমূলের পাল্টা অভিযোগ, পতাকা লাগানোর সময়, তাঁদের কর্মী সমর্থকদের গালিগালাজ ও মারধর করেন ISF'এর সদস্য়রা। ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় তৃণমূলের পার্টি অফিসে।
পুলিশের সামনেই তৃণমূল এবং ISF-এর তুমুল সংঘর্ষ বেধে যায়! পুলিশের সামনেই চলে দেদার ইটবৃষ্টি, শুরু হয় বোমাবাজি। ওঠে গুলি চালানোর অভিযোগও! দুপক্ষেরই বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হয় বলে অভিযোগ।
এরমধ্যেই ISF কর্মীরা একের পর এক গাড়িতে, কলকাতায় প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে রওনা দিতে থাকেন। তখনও ফের ISF-এর গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির গাড়ি।
তৃণমূল-ISF সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে ভাঙড়। দেদার ইটবৃষ্টি, বোমাবাজি চলে।
ভাঙড়ের এই ঘটনার প্রতিবাদে এলাকায় মিছিল করে তৃণমূল। রাস্তায় বসে বিক্ষোভও দেখানো হয়।
আরও পড়ুন ; ধর্মতলায় খণ্ডযুদ্ধ, ধৃত নৌশাদ সিদ্দিকি সহ ১৯ জনকে হেফাজতে চাইল পুলিশ