Kolkata: হাতে ৭ দিন সময়, জবরদখলমুক্ত করার নির্দেশ সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজ চত্বর
Kolkata: নির্দেশিকায় বলা হয়েছে, চলতি মাসের ২৫ তারিখের মধ্যে জবরদখলমুক্ত করতে হবে হাসপাতাল চত্বর। এই ধরণের নির্দেশিকা জারি করা হয়েছে। বেআইনি জবরদখল নিয়ে সম্প্রতি একটি মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে।
সন্দীপ সরকার, কলকাতা: চলতি মাসের ২৫ তারিখের মধ্যে জবরদখলমুক্ত করতে হবে রাজ্যের সব সরকারি হাসপাতাল (hospital) ও মেডিক্যাল কলেজ চত্বর। নির্দেশিকা দিল স্বাস্থ্য দফতর (helth ministry)। জবরদখল সংক্রান্ত একটি মামলায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়েছে হাইকোর্ট। তার প্রেক্ষিতেই এই নির্দেশিকা বলে সূত্রের খবর।
জবরদখল নিয়ে কড়া অবস্থান সরকারের। ৭ দিনের মধ্যে রাজ্যের সব সরকারি হাসপাতাল চত্বর বেআইনি দখলমুক্ত করতে নির্দেশ দিল স্বাস্থ্য দফতর। ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের নির্দেশ পৌঁছে গিয়েছে, সমস্ত সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজের ueঅধ্যক্ষ, সুপার, অধিকর্তা এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে।
নির্দেশিকায় বলা হয়েছে, চলতি মাসের ২৫ তারিখের মধ্যে জবরদখলমুক্ত করতে হবে হাসপাতাল চত্বর। এই ধরণের নির্দেশিকা জারি করা হয়েছে। হাসপাতাল চত্বরে বেআইনি জবরদখল নিয়ে সম্প্রতি একটি মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলায় রাজ্যকে রিপোর্ট জমা দিতে বলে আদালত। তার জেরেই এই নির্দেশিকা বলে সূত্রের খবর।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, হাসপাতাল চত্বর, হাসপাতাল ভবন, হাসপাতালের কর্মী আবাসন সব জায়গাতেই অবৈধভাবে যাঁরা দখল করে আছেন হঠিয়ে দিতে হবে। অতীতে, এই ধরণের জবরদখল হঠাতে গিয়ে অশান্তির ঘটনা ঘটেছে বিভিন্ন হাসপাতালে। এবার সেই পরিস্থিতি এড়াতে সতর্ক স্বাস্থ্য দফতর।
এদিকে, কামারহাটির সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে (Sagar Dutta Medical College Hospital) ডেঙ্গি (Dengue) আক্রান্ত রোগীর রহস্যমৃত্যু। শৌচাগার থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। হাসপাতালের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছে মৃতের পরিবার। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, রাতে হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার হল রোগীর ঝুলন্ত দেহ।
এদিকে, কিছুদিন আগে চিকিত্সার গাফিলতিতে পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) ঘাটালে (Ghatal) সদ্যোজাতর মৃত্যুর অভিযোগ। পরিবার সূত্রে খবর, গত রবিবার নার্সিংহোমে ভর্তি হওয়ার পর, কন্যাসন্তানের জন্ম দেন প্রসূতি। পরিবারের অভিযোগ, প্রাথমিকভাবে মা ও শিশু সুস্থ রয়েছে বলে জানানো হলেও, পরে শিশুর অবস্থার অবনতি হয়।