Fraud Case: কলকাতা মেডিক্যালে চাকরির নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, পূর্ব বর্ধমান থেকে ধৃত ১
কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে গ্রুপ ডি পদে চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ। মার্চ মাসে বউবাজার থানায় অভিযোগ জমা পড়ে। বুধবার গভীর রাতে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।
ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: চাকরি দেওয়ার নামে প্রায় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। বউবাজার থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে পূর্ব বর্ধমান থেকে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। চক্রে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে গ্রুপ ডি (Kolkata Medical College Hospital) পদে চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ। মার্চ মাসে বউবাজার থানায় (Bowbazar Police Station) অভিযোগ জমা পড়ে। বুধবার গভীর রাতে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।
পুলিশ সূত্রে দাবি, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে (Kolkata Medical College Hospital) গ্রুপ ডি (Group D) সাফাইকর্মীর পদে চাকরির প্রতিশ্রুতি দিয়ে বেশ কয়েকজনের কাছ থেকে প্রায় কোটি টাকা নিয়ে প্রতারণা করেন এক ব্যক্তি। গত ২২ মার্চ বউবাজার থানায় দায়ের হয় প্রতারণার অভিযোগ। তদন্তে নামে বউবাজার থানার পুলিশ।
এই ইস্যুসহ একাধিক দাবিতে বিজেপির এক প্রতিনিধিদল গত ২৮ এপ্রিল মেডিক্যাল কলেজ হাসপাতালে সুপারের কাছে ডেপুটেশনও দেয়। ঘটনার তদন্তে নেমে বীরভূমের বোলপুরের বাসিন্দা মহম্মদ শাকির হুসেনকে পূর্ব বর্ধমানের বুদবুদ থেকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের সঙ্গে বাংলাদেশের যোগ রয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। এই প্রতারণা চক্রে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
বিধাননগরে সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা: কেন্দ্রীয় সংস্থায় চাকরি দেওয়ার নাম করে প্রতারণা। ১৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার এক। জ্যোতির্ময়ী দিন্দা নামের অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর পূর্ব থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ২৫ এপ্রিল রামনগরের বাসিন্দা সুশান্ত দাস বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করনে। তাঁর অভিযোগ, জ্যোতির্ময়ী দিন্দা তাঁর দুই ছেলেকে জিওলজিক্যাল সার্ভে ওফ ইন্ডিয়াতে চাকরি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১৫ লক্ষ টাকা নেন।
তবে অনেকদিন পেরিয়ে গেলেও কোনও রকম পদক্ষেপ তিনি করেননি। প্রতারিত হয়েছে বুঝতে পারে বিধাননগর পূর্ব থানার দারস্থ হন তিনি। গতকাল রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হয়। পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে তা তদন্ত করে দেখছে বিধাননগর পূর্ব থানার পুলিশ।
RG কর মেডিক্যাল কলেজে বড়সড় প্রতারণা চক্রের পর্দাফাঁস: এ দিকে ডোনার সিটে MBBS’এ ভর্তির টোপ দিয়ে আগরতলার ২ পড়ুয়ার কাছ থেকে ২৫ লক্ষ টাকা হাতানোর অভিযোগ ওঠে। স্বাস্থ্য দফতরের এক আধিকারিককেও প্রতারণার চেষ্টা। কর্তৃপক্ষের তৎপরতায় RG কর মেডিক্যাল কলেজে বড়সড় প্রতারণা চক্রের পর্দাফাঁস হয়। পুলিশের জালে হাসপাতালেরই এক চুক্তিভিত্তিক নিরাপত্তারক্ষী। RG কর মেডিক্যাল কলেজ সূত্রে জানা যায়, MBBS’এ ভর্তির জন্য ডোনার কোটায় ২টি আসন রয়েছে। সেই ২টি আসনেই প্রতারণার ফাঁদ পাতে প্রতারকরা।