Firhad Hakim: গুলশন কলোনির ঘটনার ২৪ ঘণ্টা পার, কিছুই 'জানেন না' মেয়র !
Kolkata Anandapur Gulshan Colony Incident: গুলশন কলোনিতে গুলি-বোমা, কী প্রতিক্রিয়া ফিরহাদের ?

কলকাতা: গুলশন কলোনির ঘটনার ২৪ ঘণ্টা পার, কিছুই জানেন না মেয়র! গুলশন কলোনিতে গুলি-বোমা, ঘটনার কথা জানেন না মেয়র ফিরহাদ হাকিম ! এদিন মেয়র ফিরহাদ হাকিম বলেন,' এটা আমার জানা নেই। আমি কী করে বলব ? আমি জানিই না ব্যাপারটা। আমি নিশ্চয়ই এব্যাপারে খবর নিচ্ছি।'
আরও পড়ুন, গুজরাতের কান্ডলা থেকে উড়ানের পরেই বিপত্তি, টেক অফের পরেই খুলে গেল বিমানের চাকা !
প্রথমে বন্দুক হাতে ভরসন্ধেয় দাপাদাপি, তারপর শূন্যে গুলি, ধারাল অস্ত্র-লাঠি নিয়ে তাণ্ডব-ভাঙচুর ঘণ্টা আটেক পর ফিরে এসে ফের এলাকায় বোমাবাজি, দুষ্কৃতী দৌরাত্ম্য! বৃহস্পতিবার ঠিক এরকমই গুন্ডারাজের সাক্ষী রইল ইএম বাইপাস সংলগ্ন গুলশন কলোনি।সন্ধে থেকে ভোররাত, আনন্দপুরের একাংশ এভাবেই বদলে গেল 'আতঙ্কপুরে'!দু'সপ্তাহের মধ্যেই কলকাতার মুচিপাড়ার বনদুকরাজের ছবি ফিরল গুলশন কলোনিতে!বৃহস্পতিবাবের তাণ্ডবের ভিডিও নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন,মা-মাটি-মানুষের সরকার এখন মাফিয়া-মাস্তান-মার্ডারারদের সরকার।
রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে বিরোধী দলনেতা লিখেছেন, কলকাতার অপরাধ জগতের 'অন্ধকূপ' হলো গুলশান কলোনি! এই কলোনিতে প্রচুর বাংলাদেশি মুসলিমরা এসে ঘাঁটি গেড়েছে। প্রায়শই ভিন্ রাজ্যের পুলিশ এসে ওই এলাকায় হানা দিয়ে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে মাসের পর মাস লুকিয়ে থাকা বাংলাদেশিদের।কলকাতার একের পর এক অপরাধের ঘটনায় বার বার নাম জড়িয়েছে গুলশান কলোনির। ঘন জনবসতি এবং ঘিঞ্জি এলাকায় দুষকৃতীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ এই প্রথম নয়, আগেও একাধিক বার সেই কথা শোনা গিয়েছে পুলিশকর্তাদের মুখেই। কখনও ভরসন্ধ্যায় যুবককে রাস্তায় ফেলে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হচ্ছে, কখনও আবার দুই গোষ্ঠীর বিবাদে প্রকাশ্যেই মুড়ি মুড়কির মতো বোমা-গুলির বৃষ্টি হয়েছে। সব জেনে শুনেও পুলিশ পরিস্থিতি আনতে কেন ব্যার্থ? কারণ খুব স্পষ্ট - শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব আর সিন্ডিকেটের লড়াই পুলিশ আটকাতে গেলে পুলিশের শীর্ষকর্তাদের চেয়ার টলে যাবে।
বিজেপি রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, যেখানে রোহিঙ্গা ঢুকবে সেখানে এই জিনিসই হবে। যেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারী থাকবে, যেখানে বেআইনি অভিবাসী থাকবে সেখানে এই ধরনের ঘটনা ঘটবে, এটা কোনও বিস্ময়ের বিষয় নয়। গুলশন কলোনি ওখানে আছে কী করে? হল কী করে? গোটা কলকাতাই এবার গুলশন কলোনি হয়ে যাবে, সেদিকে ধীরে ধীরে এগোচ্ছে। সঙ্ঘবদ্ধ ভাবে দলমত নির্বিশেষে মানুষকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।'






















