Biometric for LPG : গ্যাসের সিলিন্ডার নিতে লাগবে ছবি, আঙুলের ছাপ ! এলপিজি গ্রাহকদের জন্য চালু হচ্ছে বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন
Gas Delivery : বাড়িতে রান্নার গ্যাস দিতে গিয়ে ডেলিভারিবয় বা ডেলিভারিম্যানরা তাঁদের মোবাইল ফোনে থাকা নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে এলপিজি গ্রাহকের আঙুলের ছাপ অথবা ফেস স্ক্যান (Face Scan) করবেন।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : বাড়িতে রান্নার গ্যাস দিতে এসে ডেলিভারিবয় যদি বলেন, তাঁর মোবাইল ফোনে গৃহকর্তা বা গৃহকর্ত্রীর ছবি তুলতে চান তিনি ! কী করবেন ? অবাক হবেন না। বা যদি বলেন, আঙুলের ছাপ দিন। কারণ রান্নার গ্যাস সরবরাহকারী সংস্থা ইন্ডেন-এর (Indane) তরফে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে খুব শিগগিরই গ্রাহকদের ছবি মুঠোফোনে বন্দি করতে যাবেন ডেলিভারি বয়রা। বা নেওয়া হবে আঙুলের ছাপ। এবার থেকে তাঁদের সব গ্রাহকের বায়োমেট্রিক আইডেন্টিফিকেশনের (Biometric Identification) সিদ্ধান্ত নিয়েছে ইন্ডেন।
সংস্থা সূত্রে খবর, ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে এলপিজি গ্রাহকদের (LPG Gas) এই বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন হবে। বাড়িতে রান্নার গ্যাস দিতে গিয়ে ডেলিভারিবয় বা ডেলিভারিম্যানরা তাঁদের মোবাইল ফোনে থাকা নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে এলপিজি গ্রাহকের আঙুলের ছাপ অথবা ফেস স্ক্যান (Face Scan) করবেন। তারপর সেই বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন সংক্রান্ত তথ্য নির্দিষ্ট ওয়েবসাইটে আপলোড করবেন তাঁরা। ৩১ ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
ইন্ডেন এলপিজি সূত্রে খবর, প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতাভুক্ত গ্রাহকদের বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন হবে। তারপর ধাপে ধাপে সব গ্রাহকেরই বায়োমেট্রিক নেবে ইন্ডেন। সংস্থা সূত্রে খবর, ইতিমধ্যেই সব ডিস্ট্রিবিউটরের মাধ্যমে এই সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। চলতি বছরের মধ্যেই লক্ষ্যপূরণের লক্ষ্যমাত্রা নেওয়া হলেও তা কীভাবে সম্পূর্ণ হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে্। সঙ্গে থেকে যাচ্ছে আরও প্রশ্ন। বায়োমেট্রিকের জেরে গ্যাস সিলিন্ডার নিতে গিয়ে কী বাড়তি সমস্যা পোহাতে হবে গ্রাহকদের ?
কিন্তু ডেলিভারিবয়রা যখন বাড়িতে গ্যাস দিতে যান, অনেক সময়ই দেখা যায়, যাঁর নামে সিলিন্ডার তিনি বাড়িতে নেই। সেক্ষেত্রে বায়োমেট্রিক তথ্য সংগ্রহের কী হবে? এই প্রশ্ন থেকেই যাচ্ছে। নভেম্বর মাস শেষ হওয়ার মুখে। ডিসেম্বরের শেষ সপ্তাহজুড়ে বড়দিন ও বর্ষবরণের ছুটিছাটা থাকবে। ফলে ৩১ ডিসেম্বরের মধ্যে বিপুল সংখ্যক গ্রাহকের বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন করার লক্ষ্যমাত্রা কতটা পূরণ হবে, তা নিয়েও প্রশ্ন থাকছে।
আরও পড়ুন- সুড়ঙ্গ-যন্ত্রণা ঘোচাতে যন্ত্র ছেড়ে আস্থা মানুষে, অন্ধকার কাটিয়ে আলোর মরিয়া খোঁজ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।