BJP Kali Puja : সামনের অমাবস্যায় BJPর কালীপুজো, মহিলা পুরোহিত, ঢাকি দিয়ে বন্দনা
এরপরই চলতি মাসের ২৮ তারিখ, অমাবস্যায় বিজেপির রাজ্য সদর দফতর মুরলীধর সেন লেনে কালী পুজো করার ঘোষণা করল বিজেপি।
![BJP Kali Puja : সামনের অমাবস্যায় BJPর কালীপুজো, মহিলা পুরোহিত, ঢাকি দিয়ে বন্দনা Kolkata BJP women cell Plans Kali Puja On 28 July By Woman Priest and dhak player BJP Kali Puja : সামনের অমাবস্যায় BJPর কালীপুজো, মহিলা পুরোহিত, ঢাকি দিয়ে বন্দনা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/20/64efaf505354f211daab12ea105d04431658309673_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দীপক ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিক, কলকাতা : কালী নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর ( Mahua Moitra ) মন্তব্য ঘিরে বিতর্কের মধ্যেই, ২৮ জুলাই কালী পুজো ( Kali Puja ) করার সিদ্ধান্ত নিল বিজেপি (BJP) । মহিলা মোর্চার উদ্যোগে দলের রাজ্য সদর দফতর মুরলিধর সেন লেনের বাইরেই হবে এই পুজো। আর এই পুজোতেই একটু ব্যতিক্রমী পথে হাঁটছে বঙ্গ বিজেপি। সূত্রের খবর অনন্ত তেমনটাই।
সম্প্রতি মা কালী নিয়ে মহুয়া মৈত্রের একটি মন্তব্য ঘিরে শুরু হয় জোরাল বিতর্ক! তৃণমূল সাংসদের বিরুদ্ধে কালীকে অপমানের অভিযোগে সরব হয় বিজেপি। এই ইস্যুতে মহুয়া মৈত্রর পাশে দাঁড়ায়নি তাঁর নিজের দলও। ঠিক এই সময়ই প্রধানমন্ত্রী বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের কাছে বাংলার কালীপুজো নিয়ে খোঁজখবর করেন। সূত্রের দাবি, তখনই বাংলার কালী পুজো নিয়ে আগ্রহ প্রকাশ করে মোদি বলেন, বাংলায় মা কালীর পুজো ঠিকমতো হচ্ছে তো? উত্তরে সম্মতি জানান বিজেপি সাংসদ।
BJP র কালীপুজোয় কী কী চমক ?
এরপরই চলতি মাসের ২৮ তারিখ, অমাবস্যায় বিজেপির রাজ্য সদর দফতর মুরলীধর সেন লেনে কালী পুজো করার ঘোষণা করল বিজেপি। এই পুজোর আয়োজনে থাকছেন মহিলারা, পৌরহিত্যও করবেন মহিলা। কালী পুজোয় মহিলা পুরোহিত ও মহিলা ঢাকি থাকবে। সারা রাজ্য থেকে চাল-ডাল মুষ্ঠি ভিক্ষা করবেন মহিলা মোর্চার সদস্যরা। সংগ্রহ করা সেই চাল ডাল দিয়েই তৈরি হবে মায়ের ভোগ। বাংলায় মূলত দুর্গাপুজোর পর, কার্তিক মাসে কালীপুজো হয়। তবে যে কোনও সময় অমাবস্যাতেও মা কালীর আরাধনা করা যায় বলে মত শ্রাস্ত্রজ্ঞদের।
মোদির কালী বন্দনা
সম্প্রতি কালী বন্দনা শোনা যায় নরেন্দ্র মোদির গলায় । তিনি বলেন, তিনি বলেন, ' শ্রীরামকৃষ্ণদেব কালীর উপাসক ছিলেন। তিনি নিজের জীবন দেবীর পায়ে সমর্পণ করেছিলেন। রামকৃষ্ণ বলতেন, এই বিশ্ব চরাচরে ব্যাপ্ত মা কালীর চেতনা । এই চেতনাই বাংলা ও সারাদেশের মানুষের বিশ্বাসের মধ্যে নিহিত রয়েছে। স্বামী বিবেকানন্দর মতো বিরাট মাপের মানুষও মা কালীর সামনে শিশুর মতো হয়ে যেতেন ... যখনই বেলুড় মঠ যাই, গঙ্গার পাড়ে বসি, দক্ষিণেশ্বরে মা কালীর মন্দির দেখি গঙ্গার পাড়ে, একাত্ম বোধ করি। '
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)