(Source: ECI/ABP News/ABP Majha)
Dengue Death: ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু কিশোরীর, এবার যাদবপুরে
Kolkata Dengue: কলকাতার ১৪৪টি ওয়ার্ডে ভেক্টর কন্ট্রোলের সঙ্গে যুক্ত কর্মীদের ছুটি বাতিল। কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্র গুলিতে দিনে-রাতে খোলা থাকবে আউটডোর।
সন্দীপ সরকার, কলকাতা: কলকাতা-সহ রাজ্যজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। যাদবপুরে ডেঙ্গি আক্রান্ত কিশোরীর মৃত্যু। গত ৭ দিনে নতুন করে ৭ হাজার ৬৭০ জন ডেঙ্গিতে আক্রান্ত। সরকারি মতে, রাজ্যে ডেঙ্গিতে মৃত ৮৩, বেসরকারি মতে মৃত ৩। কলকাতার ১৪৪টি ওয়ার্ডে ভেক্টর কন্ট্রোলের সঙ্গে যুক্ত কর্মীদের ছুটি বাতিল। কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্র গুলিতে দিনে-রাতে খোলা থাকবে আউটডোর। রবিবারও ভেক্টর কন্ট্রোলের কাজ হয়েছে।
ফের কলকাতায় প্রাণঘাতী ডেঙ্গি (Dengue)। এবার মৃত্যু হল কলকাতা পুরসভার ৯৪ নম্বর ওয়ার্ডের বিজয়গড়ের প্রিন্স গোলাম মহম্মদ শা রোডের ১২ বছরের বালিকার। যাদবপুর গার্লস হাইস্কুলের সপ্তম শ্রেণির পড়ুয়া ডোনা দাস। পরিবার সূত্রে খবর, বুধবার, ২০ সেপ্টেম্বর জ্বর আসে। পরের দিনই ডেঙ্গি ধরা পড়ে। শুক্রবার পেটে ব্যথা শুরু হওয়ায় স্থানীয় চিকিৎসককে দেখানো হয়। শনিবার নিজেই হাসপাতালে নিয়ে যেতে বলে ওই বালিকা। এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে ইমার্জেন্সিতেই মৃত্যু হয় বালিকার। এলাকায় আরও অনেকে ডেঙ্গিতে আক্রান্ত। দিনের বেলাতেও মশারি টাঙিয়ে রাখতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, পুরসভা কোনও কাজ করছে না। কাউন্সিলরকে জানিয়েও কাজ হয়নি। তৃণমূল কাউন্সিলর বসুন্ধরা গোস্বামীর প্রতিক্রিয়া এখনও মেলেনি।
শহরজুড়ে ডেঙ্গি থাবা:
কলকাতা পুরসভার (Kolkata Corporation) ১১৫ নম্বর ওয়ার্ড। পশ্চিম পুটিয়ারির এই পাড়ায় গতবছর ডেঙ্গি আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়। স্থানীয়দের দাবি, এবারও ঘরে ঘরে জ্বর। প্রায় প্রতিটি বাড়িতেই কেউ না কেউ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। এরপরেও ফাঁকা জমিতে আগাছার জঙ্গল। যত্রতত্র পড়ে রয়েছে আবর্জনা। এলাকায় মশার দাপট রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তাঁদের অভিযোগ, পুরসভাকে জানিয়েও কাজ হয়নি। তৃণমূল কাউন্সিলর রত্না শূরের দাবি, ব্যক্তিগত মালিকানাধীন জমিতে জঞ্জাল ফেলা নিয়ে প্রতিবেশীদের মধ্যে চাপানউতোর চলে। তবে এবার পুরসভা নিজের দায়িত্বে ওই জমি পরিষ্কার করে দেবে, আশ্বাস কাউন্সিলরের।
আজ থেকে ৫ নভেম্বর পর্যন্ত পুরসভার সব স্বাস্থ্যকেন্দ্র সপ্তাহে ৬ দিন খোলা থাকবে। সোম, বুধ, বৃহস্পতি, শনি কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্র খোলা থাকবে সকালবেলা। মঙ্গলবার ও শুক্রবার সন্ধেবেলা খোলা থাকবে। রবিবার আউটডোর খোলা থাকে না, এদিন মশা নিয়ন্ত্রণের কাজ হবে সব ওয়ার্ডে। এমনটাই নির্দেশ জারি করেছে কলকাতা পুরসভা।
আরও পড়ুন: আশ্বিনের শুরুতেও আকাশের মুখ গোমড়া, প্রবল দুর্যোগ বাড়বে কলকাতা-সহ জেলায়?