RG Kar News: ধর্ষণ-খুনের ঘটনা সোশাল মিডিয়ায় পোস্ট, ১৫ জন Influencers -কে তলব লালবাজারের
Kolkata Doctors Death News: চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধান, অ্যাসিস্ট্যান্ট সুপারকে আজ ফের তলব করা হয়।
পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: আরজি কর মেডিক্যালে মহিলা চিকিৎসক ধর্ষণ-খুনের তদন্তে ৪ জুনিয়র চিকিৎসককে ফের তলব করা হয়েছে বলে খবর। ওই ৪ জুনিয়র চিকিৎসক নির্যাতিতার সঙ্গে ঘটনার দিন রাতের খাবার খেয়েছিলেন, খবর সূত্রের।
গতকাল জুনিয়র চিকিৎসক, PGT ট্রেনি-সহ ৭ জনকে মাঝরাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলে লালবাজারে। চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধান, অ্যাসিস্ট্যান্ট সুপারকে আজ ফের তলব করা হয়। পাশাপাশি তলব করা হয়েছে নার্সিং স্টাফ, নিরাপত্তা কর্মী ও চতুর্থ শ্রেণির কয়েকজন কর্মীকেও।
অন্যদিকে, ধর্ষণ-খুনের ঘটনা সোশাল মিডিয়ায় পোস্ট করায় ১৫ জন ইনফ্লুয়েন্সারকেও তলব লালবাজারের।
প্রসঙ্গত, সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের একার পক্ষে এই পাশবিক অত্যাচার চালানো সম্ভব কি না এই প্রশ্নই এখন জোরদার হচ্ছে। এরই মধ্যে মুখ্যমন্ত্রী বলেছেন, যদি ভিতরে কেউ থাকে, কারও প্রতি সন্দেহ হয়, যাঁরা ছিল যাঁরা ওর বন্ধুবান্ধব তাঁদের সবাইকে ডেকে কথা বলবে পুলিশ। সেই মতোই তদন্ত এগিয়ে নিয়ে চলেছে পুলিশ।
আরও পড়ুন, রাত জেগে পাহারায় পড়ুয়ারা, সন্দীপের 'নো এন্ট্রি', অনড় NRS, আজ দায়িত্ব নিতে এলেই ধুন্ধুমার?
সোমবার আর জি করের নিহত চিকিৎসকের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাক্ষাৎ শেষে তিনি বলেন, 'ওখানে ওদের সিকিউরিটি ছিলেন। সবাই ছিল। কিন্তু কী করে এই ঘটনা ঘটল এটা এখনও আমি ঠিক বুঝতে পারছি না। পুলিশকে আমি বলেছি, বাবা-মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভিতরেই কেউ আছেন। যদি ভিতরে কেউ থাকে, কারও প্রতি সন্দেহ হয়, যাঁরা ছিল যাঁরা ওর বন্ধুবান্ধব তাঁদের সবাইকে ডেকে কথা বলবে এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাঁকেও ডেকে কথা বলবে।'
কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেন, 'আমরা অলরেডি যে তদন্ত প্রক্রিয়ার মধ্যে যাঁরা যাঁরা ওই ঘটনাস্থলের কাছাকাছি ছিলেন। কোনও ধরনের কোনও যোগ আছে, প্রত্যেকটা লোককেই ডাকা হচ্ছে এবং ডাকা হবে।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে